‘ডিরেক্ট টু হোম’ বা ডিটিএইচ সংস্থাগুলি গ্রাহককে পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্রকে যে ‘অথরাইজ়েশন ফি’ দেয়, তা মোট রাজস্বের ৩ শতাংশে নামানোর সুপারিশ করল করল টেলি নিয়ন্ত্রক ট্রাই। এখন তা ৮%। শুক্রবার এই প্রস্তাব সামনে আসতেই উঠল প্রশ্ন, ফি এতটা কমলে তার সুবিধা কি পৌঁছবে গ্রাহকের ঘরে? সংশ্লিষ্ট মহলের মত, সুপারিশ কার্যকর হলে ডিটিএইচ-এ টিভি দেখার খরচ কমার কথা অনেকটাই। কারণ, সে ক্ষেত্রে আশা করা যায় টাটা স্কাই, ডিশ টিভি, এয়ারটেল ডিটিএইচ, সান টিভি-র মতো সংস্থাগুলি মাসুল কমাবে। বিশেষত তাদের ‘অথরাইজ়েশন ফি’ যেহেতু ২০২৬-২৭ থেকে পুরো মকুবের কথা বলা হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, ওই ফি মকুব হলে সংস্থাগুলির পরিষেবা দেওয়ার খরচ কমবে। তাই গ্রাহকেরা তার সুবিধা পেতে পারেন। তা হলে মাসে টিভির খরচও কমবে। ট্রাই এফএম রেডিও-র ‘অথরাইজ়েশন ফি-ও কমিয়ে ২% করার পরামর্শ দিয়েছে। মকুব করতে বলা হয়েছে তিন বছর বাদে। সঙ্গে ট্রাইয়ের বার্তা, ‘সেট টপ বক্স’ এক রেখে সংস্থা বদলানো ব্যবস্থা আনুক ডিটিএইচ সংস্থাগুলি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)