Advertisement
E-Paper

দুর্মূল্য খনিজ খুঁজতে বিপুল বরাদ্দ! প্রায় ৩৫ হাজার কোটি খরচ করতে চলেছে কেন্দ্র

লিথিয়াম, নিকেল এবং কোবাল্টের মতো দুর্মূল্য খনিজের অনুসন্ধানে বিপুল টাকা বরাদ্দ করবে কেন্দ্র। এর জন্য ৩৪ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:০৬
Critical minerals exploration Narendra Modi government approves investment of Rs 34300 crores

—প্রতীকী ছবি।

লিথিয়াম, নিকেল বা কোবাল্ট-সহ শিল্প ক্ষেত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ (ক্রিটিক্যাল মিনারালস) অনুসন্ধানের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করল কেন্দ্র। এই খাতে ১৬ হাজার ৩০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। খনি মন্ত্রক জানিয়েছে, এই খাতে আগামী সাত বছরে খরচ করা হবে ৩৪ হাজার ৩০০ কোটি টাকা।

সম্প্রতি প্রধানমন্ত্রী নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠকে শিল্প ক্ষেত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধানেক বিশেষ প্রকল্পের ঘোষণা করা হয়। প্রকল্পটির নাম ‘ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন’ বা এনসিএমএম রেখেছে সরকার। খনি মন্ত্রকের দাবি, এই খাতে বরাদ্দ হওয়া টাকার মধ্যে ১৮ হাজার কোটি খরচ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। দেশকে স্বনির্ভর করা এবং বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধিই এর লক্ষ্য।

এনসিএমএম প্রকল্পের মাধ্যমে খনিজ প্রক্রিয়াকরণ পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সেখানে গুরুত্বপূর্ণ খনিজগুলিকে পুনর্ব্যবহার জন্য উপযোগী করে তোলা হবে বলে জানা গিয়েছে। ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ তৈরির প্রস্তাবও দিয়েছে সরকার।

মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়া নতুন প্রকল্পটি নিয়ে একটি বিবৃতি দিয়েছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, ‘‘এর মাধ্যমে শিল্প ক্ষেত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজের উত্তোলনকে গুরুত্ব দেওয়া হবে। দেশের ভূগর্ভের আর কোথায় কোথায় এই ধরনের খনিজ পাওয়া যেতে পারে, চলবে তার অনুসন্ধান।’’ গত বছর সংসদে পেশ করা বাজেটে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এনসিএমএমে খনি মন্ত্রক, রাষ্ট্রায়ত্ত সংস্থা ছাড়াও বেসরকারি কোম্পানি এবং গবেষণামূলক সংস্থাগুলিকে যুক্ত করা হবে বলে স্পষ্ট করেছে সরকার।

এর পাশাপাশি ইথানল সংগ্রহের মূল্য সংশোধন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগে আখের মিল থেকে প্রাপ্ত প্রতি লিটার ইথানলের দাম ছিল ৫৬.৫৮ টাকা। ২.৪ শতাংশ বাড়িয়ে সেটাকে ৫৭.৯৭ টাকা করেছে সরকার। ইথানল ব্লেন্ডেল পেট্রল ইবিপি তৈরির অন্যতম জ্বালানি হল এই ইথানল। কেন্দ্রের দাবি, ইবিপি উৎপাদনকারী সংস্থাগুলির লাভের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ইথানলের ওই দাম ধার্য করেছে সরকার।

Rare Earth Metals Minerals Narendra Modi Government National Critical Mineral Mission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy