প্রতি বছর ৩১ মার্চের মধ্যে রান্নার গ্যাসের উজ্জ্বলা গ্রাহকদের আধারভিত্তিক যাচাই কার্যত বাধ্যতামূলক করার পথে হাঁটতে চলেছে পেট্রোলিয়াম মন্ত্রক। সূত্রের খবর, এ নিয়ে চলতি সপ্তাহেই দেশ জুড়ে প্রচার শুরু করছে তারা। জানা গিয়েছে, গ্রাহক এই নিয়ম না মানলে ভর্তুকির সিলিন্ডার পাওয়া আংশিক বা সম্পূর্ণ ভাবে আটকে যেতে পারে। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রেও এই যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। তবে তা প্রতি অর্থবর্ষে করতে হবে কি না কিংবা তা না করলে ভর্তুকি বন্ধ হবে কি না, সেটা স্পষ্ট নয়। সূত্রের একাংশ অবশ্য দাবি করছেন, আধার ভিত্তিক পরিচয় যাচাই না করালে সাধারণ গ্রাহকেরাও সিলিন্ডার পিছু ভর্তুকি (কলকাতায় যা ১৯.৫৭ টাকা) পাবেন না। যদিও এই নিয়ে মন্ত্রক সরাসরি কিছু জানায়নি। সংশ্লিষ্ট মহলের মতে, মূলত উজ্জ্বলা প্রকল্পের ভর্তুকির টাকা নিয়ে নয়ছয় আটকানোই এর উদ্দেশ্য। আধার যাচাই হলে ভর্তুকির টাকা ঠিক গ্রাহকের হাতে যাবে।
সূত্র জানিয়েছে, মন্ত্রক তেল বিপণন সংস্থাগুলিকে জানিয়েছে, মূলত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের এ বার থেকে প্রতিটি অর্থবর্ষে একবার করে আধার ভিত্তিক যাচাই করতে হবে। কেউ তা না করালে প্রাপ্য সর্বোচ্চ ৯টি ভর্তুকির সিলিন্ডারের মধ্যে শেষ দু’টিতে সেই টাকা পাবেন না। অর্থাৎ সে ক্ষেত্রে ভর্তুকির সিলিন্ডার কমে হবে ৭টি। এমনকি তার পরের অর্থবর্ষ থেকে সব সিলিন্ডারেই ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। দরিদ্র গৃহস্থ পরিবারের মহিলাদের জন্য আনা কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পে বর্তমানে রান্নার গ্যাসের সংযোগ মেলে নিখরচায়। তা ছাড়াও এখন উজ্জ্বলার গ্রাহকেরা প্রতি বছরে ৯টি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পান।
বিষয়টি নিয়ে সিলিন্ডার বিক্রেতাদের (ডিলার) কাছে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে তেল সংস্থাগুলি। বিক্রেতাদের একাংশের দাবি, সব গ্রাহকের যাতে আগামী ৩১ মার্চের মধ্যে আধার ভিত্তিক যাচাই প্রক্রিয়া শেষ হয়, তা নিশ্চিত করতে তাদের উপরে চাপ দেওয়া হচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৃবিক্রেতাদের মাধ্যমে কিংবা সরাসরি তেল সংস্থাগুলির অ্যাপ মারফত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন গ্যাসের গ্রাহকেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)