Advertisement
E-Paper

তিন বছরে ভারতে দু’হাজার কোটির লগ্নি, বিপুল চাকরির স্বপ্ন দেখাচ্ছে বিদেশি এআই সংস্থা

আগামী তিন বছরে ভারতে ২৫ কোটি ডলার লগ্নির কথা ঘোষণা করল কৃত্রিম মেধা ভিত্তিক বিদেশি সংস্থা ডেটাব্রিক্স। এ দেশে কর্মী সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি করবে তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৬:০৯
Representative Picture

—প্রতীকী ছবি।

ভারতে বিপুল লগ্নি করার কথা ঘোষণা করল তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) বিদেশি সংস্থা ডেটাব্রিক্স। আগামী তিন বছরে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে তারা। প্রশিক্ষণ এবং গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের কাজে ওই অর্থ ব্যয় হবে বলে স্পষ্ট করেছে সংশ্লিষ্ট সংস্থা। পাশাপাশি, এ দেশে কর্মী সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে ডেটাব্রিক্সের।

স্টার্টআপের নজরদারি প্ল্যাটফর্ম ট্র্যাকএক্সএনের দেওয়া তথ্য অনুযায়ী, এআই ভিত্তিক সংস্থাটির অনুমানিক বাজার মূল্য ৬,২০০ কোটি ডলার। চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৫-’২৬) শেষে ভারতে তাদের কর্মী সংস্থা ৭৫০-এ পৌঁছবে বলে মনে করা হচ্ছে।

ডেটাবিক্সেক এশিয়া প্যাসেফিক শাখার প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার এড লেন্টা বলেছেন, ‘‘এ দেশের বহু সংস্থা আমাদের তথ্য ও ইনটেলিজেন্স প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ব্যবসা চালাচ্ছে। সেই তালিকায় রয়েছে ব্যাঙ্ক, গাড়ি নির্মাণকারী ও ই-কমার্স সংস্থা। উদাহরণ হিসাবে এইচডিএফসি ব্যাঙ্ক, টিভিএস মোটর্‌স, সুইগি ও জেপ্টোর কথা বলা যেতে পারে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।’’

সম্প্রতি বেঙ্গালুরুতে নতুন একটি দফতর খোলে ডেটাব্রিক্স। সেখানে গবেষণা ও নতুন প্রযুক্তি তৈরির (রিসার্ট অ্যান্ড ডেভলপমেন্ট বা আরএনডি) কাজ পুরো দমে চলবে বলে জানা গিয়েছে। বর্তমানে আমস্টারডাম, বেলগ্রেড, বার্লিন এবং সান ফ্রান্সিসকো-সহ বিশ্ব জুড়ে সংস্থাটির এই ধরনের একাধিক দফতর রয়েছে। বেঙ্গালুরুর কমপ্লেক্স তাদের সঙ্গে যোগাযোগ রেখে গবেষণা এবং নতুন প্রযুক্তি তৈরির কাজ এগিয়ে নিয়ে যাবে বলে জানা গিয়েছে।

ডেটাব্রিক্সের ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিনোদ মারুর জানিয়েছেন, আগামী দু’বছরের মধ্যে বেঙ্গালুরু ক্যাম্পাসে ১০০ জনকে নিয়োগ করা হবে। এর পর প্রয়োজন বুঝে বাড়ানো হবে কর্মী সংখ্যা। পরবর্তী ধাপে আরও ১০০ জনের কর্মসংস্থানের ইঙ্গিত দিয়েছেন তিনি।

Databricks Artificial Intelligence Investment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy