আয়কর ব্যবস্থাকে সরল করার জন্য নতুন কর কাঠামো চালু করেছে কেন্দ্র। অধিকাংশ করদাতা সেই কাঠামো অনুসরণ করছেন বলেই দাবি তাদের। তবে এই সংস্কারও যে যথেষ্ট নয়, সেই ইঙ্গিত মিলল আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা ডেলয়েটের সমীক্ষা রিপোর্টে। সেখানে আয়কর ব্যবস্থায় আরও সংস্কারের পক্ষে সওয়াল করেছেন উত্তরদাতারা।
ডেলয়েটের ‘আয়কর নীতি সমীক্ষা’ রিপোর্টে দাবি, আয়করদাতাদের একটা বড় অংশ চান রিটার্ন ব্যবস্থা সরল করা হোক। সহজতর হোক করছাড় এবং অন্যান্য সুবিধার হিসাব কষার পদ্ধতি। উৎসে কাটা কর (টিডিএস) কাঠামো সরল করারও সওয়াল করেছেন তাঁরা। মত দিয়েছেন আয়কর আইনের ধারার সংখ্যা কামানোর পক্ষে। এর পাশাপাশি করদাতারা জানিয়েছেন, টিডিএসের তথ্য জানানোর জন্য ফর্ম-১৬ চালু রাখার প্রয়োজন নেই। কারণ, ওই তথ্য ফর্ম-২৬এএস এবং এআইএস থেকেই পাওয়া যায়। সেই সঙ্গে একই বিষয়ের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক ধারাকে মিশিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন করদাতারা। তাঁরা মনে করেন, এতে আয়কর ঘিরে জটিলতা কমবে। আয়কর সংগ্রহও কম হবে না।
বিভিন্ন সংস্থার ৩২০ জন পদাধিকারীর সাক্ষাৎকারের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করেছে ডেলয়েট। সেই উত্তরদাতাদের ৭৬ শতাংশই চান কর মেটানোর ক্ষেত্রে যে সব ছাড় এবং সুবিধা পাওয়া যায়, তার হিসাব সরল করা হোক। কারণ, ওই সমস্ত শর্ত মেনে হিসাব ঠিক মতো কষা হচ্ছে কি না, তা নিয়ে করদাতারা চিন্তিত। ৭৩% অফিসার সম্পদ এবং সম্পত্তির পাশাপাশি বিদেশের আয়ের উপর কর হিসাবের পদ্ধতি সরল করার পক্ষে সওয়াল করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)