কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা (স্যাট-নেট) দেওয়ার জন্য স্পেকট্রাম ব্যবহারের খরচ ও পরিষেবা ফি নিয়ে চাপানউতোর চলছে বেশ কিছু দিন। জল্পনা ছড়ায় টেলিকম নিয়ন্ত্রক ট্রাই এবং টেলিকম বিভাগের (ডট) মধ্যে মত পার্থক্যেরও। তবে সূত্রের খবর, ট্রাইয়ের সুপারিশই কার্যত মানতে চলেছে ডট। শীঘ্রই চূড়ান্ত নির্দেশিকা জারি হতে পারে।
ট্রাইয়ের প্রস্তাব ছিল, প্রতিটি টেলিকম সংস্থাকে পাঁচ বছরের জন্য স্পেকট্রাম দেওয়া হবে। পরিষেবা দিতে প্রত্যেকের বার্ষিক আয়ের ৪% স্পেকট্রাম ব্যবহারের খরচ হিসেবে দিতে হবে। শহরে পরিষেবা দিতে গ্রাহক পিছু গুনতে হবে বার্ষিক ৫০০ টাকা। প্রতি মেগাহার্ৎজ় স্পেকট্রামে লাগবে ৩৫০০ টাকা। তবে গ্রামাঞ্চলে গ্রাহক পিছু খরচ লাগবে না। স্পেকট্রাম ব্যবহারের সময়সীমা বিশেষ কারণে দু’বছর পর্যন্ত বাড়ানো যাবে।
সুপারিশে আপত্তি জানিয়েছিল পরিষেবা প্রদানকারী টেলি সংস্থাগুলি। নালিশ করেছিল ডট-এর কাছে। অভিযোগ ছিল, ট্রাই নির্ধারিত স্যাট-নেট সংক্রান্ত ফি ঠিক নয়। ডটের তরফেও খরচের সুপারিশগুলি ফের খতিয়ে দেখে সংশোধনের আর্জি জানানো হয়। তবে ট্রাই সব আপত্তিই পত্রপাঠ খারিজ করে। আগামী দিনে তাদের প্রস্তাবই কার্যকর হতে চলেছে বলে ইঙ্গিত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)