রাজ্যে আরও ১০০০ কোটি টাকা লগ্নি করতে চলেছে ধানসেরি গোষ্ঠী। পানাগড়ে আগামী চার বছরের মধ্যে বায়াক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রোপাইলিন ফিল্ম (বিওপিপি) তৈরির কারখানা গড়বে তারা। সেখানে আপাতত ৫৭৫ কোটি টাকা খরচ করে একটি বায়াক্সিয়ালি ওরিয়েন্টেড পলিয়েস্টার ফিল্ম (বিওপিইটি) কারখানা তৈরি করেছে এই গোষ্ঠী। ২০২৩ থেকে উৎপাদন শুরু হয়েছে। খাদ্য-সহ বিবিধ ভোগ্যপণ্য মোড়কবন্দি করতে এই উপাদানটির প্রয়োজন হয়। লগে প্লাস্টিকের বোতল তৈরি করতে। গোষ্ঠীর এগ্জ়িকিউটিভ ডিরেক্টর চন্দ্রকুমার ধানুকা বলেন, ‘‘পরিচালন পর্ষদ ছাড়পত্র দিলেই বিওপিপি কারখানা তৈরির কাজ শুরু হবে। আশা করি চার বছরের কম সময়ে শেষ করতে পারব।’’
হলদিয়ায় ধানসেরি গোষ্ঠী যৌথ উদ্যোগে প্লাস্টিকের বোতল তৈরির কারখানা চালাচ্ছে। জম্মুর কাঠুয়ায় ১২৪০ কোটি টাকা ব্যয়ে একটি বিওপিপি কারখানার কাজ শুরু করেছে তারা। ধানুকার কথায়, ‘‘ধানসেরি গোষ্ঠীর লগ্নির সিংহভাগ বাংলায়। এই রাজ্যের প্রতি দায়বদ্ধতা থেকেই এই নতুন প্রকল্পের সিদ্ধান্ত।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)