ফ্ল্যাটের কার্পেট এরিয়া (মূল আয়তন) এবং সুপার বিল্ট এরিয়ার (গ্যারাজ, সিঁড়ির মতো সবার ব্যবহারের জায়গা ধরে মোট আয়তন) মধ্যে ফারাক বাড়ছে। শেষ পাঁচ-ছ’বছরে কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে এই ফারাক গড়ে বেড়েছে ১০%। নির্মাণ ক্ষেত্রের বিশেষজ্ঞ সংস্থা অ্যানারক জানাচ্ছে, ফ্ল্যাটের মোট আয়তনের প্রায় ৪০% এখন পড়ে যাচ্ছে সবার ব্যবহারের জায়গার মধ্যে। আগে ১৩০০ বর্গফুটের ফ্ল্যাট কিনলে থাকার জায়গা পাওয়া যেত প্রায় ১০০০ বর্গফুট। কিন্তু এ ব্যাপারে নির্দিষ্ট কোনও আইন না থাকায় এই আয়তন এখন কমে এসেছে।
অ্যানারকের গবেষণা বিভাগের প্রধান প্রশান্ত ঠাকুর বলেন, ‘‘ফ্ল্যাটের দুই মাপের ফারাক সম্পর্কে নির্দিষ্ট কোনও নিয়ম নেই। ২০২৫ সালের জানুয়ারি-মার্চে দেশের সাতটি বড় শহরের আবাসনে সবার ব্যবহারের অংশ বেড়ে ৪০% হয়ে গিয়েছে। অর্থাৎ, ক্রেতারা এখন আরও বেশি করে লিফট, গ্যারাজ, ঢোকা-বার হওয়ার জায়গা, বাগান, শরীরচর্চার জায়গা, সুইমিং পুলের জন্য টাকা দিচ্ছেন।’’ এই তালিকার শীর্ষে বেঙ্গালুরু। ২০১৯ সালে এখানে এই দুই ক্ষেত্রের ফারাক ছিল ৩০%। তা গত জানুয়ারি-মার্চে বেড়ে হয়েছে ৪১%। মুম্বইতে ৩৩% থেকে বেড়ে ৪৩ শতাংশে পৌঁছেছে। দিল্লিতে এই ফারাক ৩১% থেকে পৌঁছেছে ৪১ শতাংশে। আর কলকাতায় হয়েছে ৩০% থেকে ৩৯%। দেশের মধ্যে সবচেয়ে কম ফারাক চেন্নাইতে। সেখানে ফারাক ৩০% থেকে বেড়ে হয়েছে ৩৬%।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)