কয়েক বছর ধরে দেশে ডিজিটাল লেনদেনের সংখ্যা যে লাফিয়ে বাড়ছে, তা ফের স্পষ্ট হল রিজ়ার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টে। যা জানাচ্ছে, গত দেড় বছরে সারা ভারতে ৯৯.৭% লেনদেনই হয়েছে ডিজিটাল মাধ্যমে। সেখানে গুরুত্ব পেয়েছে ইউপিআই, ক্রেডিট ও ডেবিট কার্ড, নেফ্ট, আরটিজিএস, আইএমপিএসের মতো পদ্ধতি। টাকার অঙ্কে ৯৭.৫% লেনদেন হয়েছে এই ভাবে। কমেছে ডেবিট কার্ড, চেক ও নগদের ব্যবহার।
রিজ়ার্ভ ব্যাঙ্ক জানাচ্ছে, সংখ্যার বিচারে গত পাঁচ বছরে ডিজিটাল লেনদেন বেড়েছে প্রায় সাতগুণ। শুধু ২০২৫ সালের প্রথমার্ধেই লেনদেন পৌঁছেছে প্রায় ১২,৫৫০ কোটিতে। হাতবদল হয়েছে ১৫৭২ লক্ষ কোটি টাকা। সারা বছরের হিসাবে তা ২০২৪ সালকেও ছাপিয়ে যাবে বলে ধারণা।
পাঁচ বছরে ইউপিআই লেনদেন বেড়েছে ১৭ গুণ। জানুয়ারি-জুনে মোট ডিজিটাল লেনদেনের ৮৫ শতাংশই হয়েছে এই পদ্ধতিতে। লেনদেনের সংখ্যা ১০,৬৩৭ কোটি। অঙ্ক প্রায় ১৪৩.৪ লক্ষ কোটি টাকা। বেড়েছে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতাও। এ বছরের প্রথমার্ধে হাতবদল ১১.১ লক্ষ কোটি টাকা। তবে টাকার অঙ্কে প্রথম স্থানে আরটিজিএস (৬৯%)।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)