আন্তর্জাতিক অর্থনীতিতে চিন-আমেরিকার বাণিজ্য যুদ্ধ ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে গত কয়েক মাস ধরেই। এই পরিস্থিতিতে সব মহলকে কিছুটা নিশ্চিত করে জুনের শুরুতে বাণিজ্য আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে একমত হয়েছিল দুই দেশ। আর এ বার মাসের শেষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, বেজিং-এর সঙ্গে বাণিজ্য নিয়ে চুক্তি সেরে ফেলেছে তাঁর প্রশাসন। এর পরেই ফের নজিরের মুখে এসে দাঁড়িয়েছে আমেরিকার শেয়ার বাজার। শুক্রবার উত্থান দেখা গিয়েছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের সূচকে। তবে এই চুক্তির বিস্তারিত তথ্য জানাননি ট্রাম্প। তা খোলসা করেনি দুই দেশ। ফলে চুক্তির বিষয়বস্তু ঘিরে বহাল রয়েছে ধোঁয়াশা।
বৃহস্পতিবার ভারতীয় সময় গভীর রাতে ট্রাম্প চুক্তি করতে পারদর্শী জানিয়ে আমেরিকার বাণিজ্যসচিব হাওয়ার্ড লাটনিকের বক্তব্য, ‘‘সম্প্রতি চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরেছেন তাঁরা।’’ সচিবের দাবি, দুই আগেই তা চূড়ান্ত হয়েছে। আগামী দিনে একের পর এক দেশের সঙ্গে চুক্তি হবে। তবে সংশ্লিষ্ট মহল বলছে, সপ্তাহ দুয়েক আগে ট্রাম্পের ঘোষণা করা বাণিজ্য চুক্তির সঙ্গে এই ঘোষণার কোনও তফাত রয়েছে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। তিনি এর আগে বলেছিলেন, আমেরিকার সংস্থাগুলির জন্য চিনের দরজা খুলতে চান। যাতে তারা সেখান থেকে বিরল খনিজ ও চুম্বক কিনতে পারে। উল্টেতাঁর দেশে চিনের পড়ুয়াদের ভিসা বাতিলের চেষ্টা বন্ধ করবে প্রশাসন। চিনের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, বাণিজ্য চুক্তির জন্য আমেরিকা এবং চিন যে কাঠামো তৈরি করতে রাজি হয়েছিল, সেই সিদ্ধান্ত পাকা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)