বেআইনি লেনদেন এবং ব্যাঙ্ক ঋণ অনিয়মের তদন্তে রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল অম্বানীর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি হল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রের খবর, ৫ অগস্ট তদন্তকারী সংস্থাটির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তাঁকে। এ দিকে শুক্রবার ওড়িশায় ভুয়ো ব্যাঙ্ক গ্যারান্টি মঞ্জুরের একটি সংস্থায় হানা দেয় ইডি। অভিযোগ, অনিলের একটি সংস্থার জন্যও ৬৮ কোটি টাকার ভুয়ো গ্যারান্টি তৈরি করেছিল তারা। সব মিলিয়ে অনিলের চাপ আরও বাড়ল।
অনিলের সংস্থাগুলির বিরুদ্ধে মোট ১৭,০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। তার মধ্যে ৩০০০ কোটি টাকার ঋণ ইয়েস ব্যাঙ্কের। ইডি সূত্রের খবর, অনিলের একাধিক সংস্থার মধ্যে ওই ঋণ বণ্টন হয়েছিল। তার আগে ব্যাঙ্কটির প্রোমোটারদের নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থার কাছে টাকা পৌঁছয়। ঋণ মঞ্জুরের ক্ষেত্রে বহু নিয়ম লঙ্ঘনও করেছিল বেসরকারি ব্যাঙ্কটি। ফলে সেই ঋণের ক্ষেত্রে ঘুষ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে ইডি। তদন্তের আওতায় রয়েছে বিদেশের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সম্পত্তি। এই সব সংক্রান্ত বয়ান নথিবদ্ধ করার জন্যই তলব করা হয়েছে অনিলকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)