Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Electricity Bill

জুনের বিদ্যুৎ বিল শীঘ্রই, জানাল সিইএসসি

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ০৬:১৩
Share: Save:

সিইএসসি-র গ্রাহকেরা শীঘ্রই জুনের সংশোধিত বিদ্যুৎ বিলটি হাতে পাবেন, জানিয়েছে সংস্থা সূত্র। বিভিন্ন সূত্রের খবর, তা মিলতে পারে এই সপ্তাহের মধ্যেই। যে বিলের জন্য অপেক্ষা করতে করতে অগস্টেরও অর্ধেকের বেশি অতিক্রান্ত এবং ক্রমে ধৈর্যের বাঁধ ভাঙছে গ্রাহকদের একাংশের। সংস্থা সূত্রের দাবি, সংশোধিত বিলের যাবতীয় হিসেব-নিকেশ প্রায় সারা। প্রস্তুতি চলছে পাঠানোর।

গ্রাহকদের অনেকে বলছেন, জুন ও জুলাইয়ের বিল একসঙ্গে দিতে হবে কি না ভেবে তাঁরা উদ্বিগ্ন। বিশেষত, সিইএসসি যেহেতু জুনের বিল ফের পাঠানোর কথা জানানোর পরে জুলাইয়ের রিডিংও নিয়ে গিয়েছে। তাঁদের দাবি, এর আগে জুনের অস্বাভাবিক চড়া বিল দেখে প্রশ্ন তোলার পরে, তাতে এপ্রিল-মে মাসের বিলের অনাদায়ি টাকা যুক্ত হওয়ার যুক্তি দিয়েছিল সংস্থা। তবে সংস্থা সূত্রে খবর, যেহেতু অগস্টে জুনের নতুন বিল যাবে, তাই জুলাইয়ের মিটার দেখা হয়ে গেলেও সেই বিল এখন পাঠানো হবে না।

জুনের বিল নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পরে ১৯ জুলাই সিইএসসি জানিয়েছিল, এপ্রিল, মে মাসের অনাদায়ি বিল তারা এখন নেবে না। শুধু জুনের টাকা নেবে। গ্রাহকদের সংগঠন অ্যাবেকা করোনাজনিত আর্থিক সঙ্কটের মধ্যে বিল মকুবের দাবি তুললেও, ওই দু’মাসের টাকা আপাতত না-নেওয়ার সিদ্ধান্ত নেন সংস্থার চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্‌কা। তবে কী ভাবে তা কার্যকর করা হবে, যাঁরা টাকা মিটিয়েছেন তাঁরা কী করবেন, এপ্রিল-মে-র টাকা পরে যোগ হয়ে ফের চড়া বিল আসবে কি না, তা নিয়ে ধন্দ বহাল। সিইএসসি অবশ্য আগেই জানিয়েছে, আলোচনার মাধ্যমে পদক্ষেপগুলি চিহ্নিত করে গ্রাহকদের জানানো হবে। সেই কাজই প্রায় শেষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Electricity Bill CESC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE