E-Paper

তৃতীয়ায় রাজ্যে সর্বোচ্চ হতে পারে বিদ্যুতের চাহিদা, তৈরি হচ্ছে পর্ষদ

মন্ত্রী জানান, এ বছরের শেষে সাগরদিঘির ৬৬০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সেপ্টেম্বরে পুজোর কথা মাথায় রেখে সেখানে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করে রাখা হবে।

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ০৭:৩৪
দুর্গাপুজোয় তৃতীয়ার দিনই বিদ্যুতের চাহিদা হতে পারে ১২,০৫০ মেগাওয়াট।

দুর্গাপুজোয় তৃতীয়ার দিনই বিদ্যুতের চাহিদা হতে পারে ১২,০৫০ মেগাওয়াট। —প্রতীকী চিত্র।

সপ্তমী, অষ্টমী বা নবমী নয়। এ বছর দুর্গাপুজোয় তৃতীয়ার দিনই রাজ্যে বিদ্যুতের চাহিদা সর্বাধিক হতে পারে, মনে করছে বিদ্যুৎ দফতর। তাদের হিসাব, ওই দিন তা ছুঁতে পারে ১২,০৫০ মেগাওয়াট। গত বছর চতুর্থীতে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ছিল, ৯৯১২ মেগাওয়াট। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বুধবার জানান, এই চাহিদা পূরণে বিদ্যুৎ কেন্দ্রগুলি প্রস্তুত। পুজোয় আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় এ দিন বিদ্যুৎ কন্ট্রোল রুমের উদ্বোধন করেন অরূপ। পুজোয় তা ২৪ ঘণ্টাই খোলা থাকবে। কন্ট্রোল রুমের নম্বর ১৯১২১, ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪। সিইএসসি এলাকার জন্য ১৯১২, ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০। মন্ত্রী জানান, এ বছরের শেষে সাগরদিঘির ৬৬০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সেপ্টেম্বরে পুজোর কথা মাথায় রেখে সেখানে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করে রাখা হবে। যদিও প্রয়োজন হলে তবেই তা ব‍্যবহারের জন‍্য থাকবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Electric Arup Biswas Mamata Banerjee

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy