Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রাজস্থানে বণ্টন পরিষেবায় পা রাখছে সিইএসসি

রাজস্থানের কোটা ও ভরতপুরে বিদ্যুৎ বণ্টন পরিষেবায় নামছে সিইএসসি। টাটা পাওয়ার-সহ বেশ কয়েকটি সংস্থাকে দরপত্রে হারিয়ে সিইএসসি এই বরাত জিতেছে। অগস্ট থেকেই ওই দুই অঞ্চলে সিইএসসি-র পরিষেবা শুরু হবে.

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ০৮:৫০
Share: Save:

রাজস্থানের কোটা ও ভরতপুরে বিদ্যুৎ বণ্টন পরিষেবায় নামছে সিইএসসি। টাটা পাওয়ার-সহ বেশ কয়েকটি সংস্থাকে দরপত্রে হারিয়ে সিইএসসি এই বরাত জিতেছে। অগস্ট থেকেই ওই দুই অঞ্চলে সিইএসসি-র পরিষেবা শুরু হবে.

সম্প্রতি এ কথা জানিয়ে সংস্থার চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা বলেন, ‘‘এই পরিষেবা দেওয়ার জন্য জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগমের সঙ্গে ২০ বছরের চুক্তি (ফ্র্যানচাইজি এগ্রিমেন্ট) করেছি। কোটা এবং ভরতপুরে সিইএসসি-র দু’টি নতুন সহযোগী সংস্থা তৈরি হয়েছে, যারা বণ্টনের দায়িত্বে থাকবে।’’ উন্নত পরিষেবা দিতে সিইএসসি ১৫০ কোটি টাকা লগ্নি করবে বলেও তিনি জানান।

কোটা বিদ্যুৎ বণ্টন এলাকায় ১.৭৬ লক্ষ গ্রাহক রয়েছেন। ভরতপুরে সংখ্যা ৪৭ হাজারের কিছু বেশি। গোয়েন্‌কার আশা, প্রথম বছর থেকেই ওই দুই এলাকায় বছরে ৭৫০ কোটি টাকার মতো বছরে ব্যবসা হবে। তবে ওই দু’টি এলাকাতেই পরিষেবা দিতে এখন গড়ে রাজস্ব ক্ষতি হয় ৩০%। গোয়েন্কার দাবি, কিছু পদক্ষেপ করা হবে, যাতে ওই ক্ষতি কমিয়ে আনা যায়। সিইএসসি বর্তমানে কলকাতা-হাওড়ার বাইরে নয়ডাতেও বণ্টন পরিষেবা দিয়ে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CESC rajasthan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE