ধনকুবের মার্কিন শিল্পপতি ইলন মাস্ককে ধরে রাখতে মরিয়া বৈদ্যুতিন গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা। সে কারণে তাঁকে বছরে এক লক্ষ কোটি ডলার বেতনের ‘মেগা অফার’ দিয়েছে তারা। টেসলার পরিচালন বোর্ডের সদস্যদের দাবি, এর পর কোনও ভাবেই আর ‘না’ বলবেন না মাস্ক। সূত্রের খবর, সংশ্লিষ্ট গাড়ি নির্মাণকারী সংস্থাটির থেকে এই ধরনের মোটা বেতনের প্রস্তাব পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন এই ধনকুবের মার্কিন শিল্পপতি।
বর্তমানে টেসলার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে রয়েছেন মাস্ক। সংস্থার বিপুল পরিমাণ শেয়ারও রয়েছে তাঁর হাতে। আগামীদিনে রোবোট্যাক্সি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে টেসলার। কোম্পানির পরিচালন বোর্ডের সদস্যরা মনে করেন, মাস্কের ক্ষুরধার মস্তিষ্ক ছাড়া এটা করা সম্ভব নয়। মার্কিন ধনকুবেরের নেতৃত্বে সংস্থার বাজারমূল্যকে সাড়ে আট লক্ষ কোটি ডলারে নিয়ে যেতে চাইছে টেসলা। তবে সেখানে পৌঁছোতে অন্তত ১০ বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার, ৫ সেপ্টেম্বর শেয়ার বাজারে প্রক্সি ফাইলিং করে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বৈদ্যুতিন গাড়ি নির্মাণকারী সংস্থা। সেখানে মাস্কের হাতে সংস্থার অতিরিক্ত স্টক তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। এর জেরে টেসলায় ইলনের অংশীদারিত্ব বেড়ে দাঁড়াবে ২৫ শতাংশ। সংস্থার অতিরিক্ত শেয়ার যে তিনি চেয়েছেন, তা অবশ্য ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন ধনকুবের মার্কিন শিল্পপতি।
আরও পড়ুন:
২০১৮ সালে মাস্ককে পাঁচ হাজার কোটি ডলার বেতন দেওয়ার সিদ্ধান্ত নেয় টেসলার বোর্ড। কিন্তু, যুক্তরাষ্ট্রের ডেলাঅয়্যারের একটি নিম্ন আদালত তা বাতিল করে দেয়। রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করেন ইলন। তখন থেকেই সিইওকে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ খুঁজছিল বৈদ্যুতিন গাড়ি নির্মাণকারী সংস্থাটির পরিচালন বোর্ড। সেই লক্ষ্যেই এক লক্ষ কোটির বেতন দিতে চাইছেন তারা, দাবি বিশ্লেষকদের।