Advertisement
১৫ সেপ্টেম্বর ২০২৪

গুজরাতে ভোজ্যতেল শোধনাগার গড়ছে ইমামি

ভোজ্যতেলের নতুন শোধনাগার গড়তে গুজরাতে ২৫০ কোটি টাকা লগ্নি করছে ইমামি অ্যাগ্রোটেক। এর জন্য ৩৫ থেকে ৪০ একর জমি প্রয়োজন বলে বুধবার এক বিবৃতিতে জানান ইমামি গোষ্ঠীর ডিরেক্টর মণীশ গোয়েন্‌কা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০২:০৪
Share: Save:

ভোজ্যতেলের নতুন শোধনাগার গড়তে গুজরাতে ২৫০ কোটি টাকা লগ্নি করছে ইমামি অ্যাগ্রোটেক। এর জন্য ৩৫ থেকে ৪০ একর জমি প্রয়োজন বলে বুধবার এক বিবৃতিতে জানান ইমামি গোষ্ঠীর ডিরেক্টর মণীশ গোয়েন্‌কা।

সূর্যমুখী ও ধানের তুষ থেকে ভোজ্যতেল উৎপাদন বাড়াতে শোধন ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা সংস্থা হাতে নিয়েছে, বলেন গোয়েন্‌কা। ওই শোধন ক্ষমতা বাড়াতে খরচ হবে ১০০ কোটি টাকা। অগস্টেই বাড়তি উৎপাদন শুরু হওয়ার কথা। তিনি প্রসঙ্গত বলেন, ‘‘আমাদের সবক’টি ব্র্যান্ডের বাজারই ভাল। ভোজ্যতেলের ক্ষেত্রে বাজার আরও ২০-৩০ শতাংশ বাড়বে বলে আশা করছি।’’ গত অর্থবর্ষে ইমামি অ্যাগ্রোটেকের ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০০ কোটি টাকা। এ বছর তা আরও ১ হাজার কোটি টাকা বাড়বে বলে আশা গোয়েন্‌কার।

এ দিকে, বুধবার পশ্চিমবঙ্গে সংস্থার হলদিয়া কারখানার বায়ো-ডিজেল ইউনিট ঘুরে দেখেন কেন্দ্রীয় সড়ক জাহাজ ও ভূতল পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। সঙ্গে ছিলেন মণীশ গোয়েন্‌কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE