Advertisement
E-Paper

সস্তা হতে পারে জরুরি পণ্য: জেটলি

খাদ্যশস্য, দুধে কর চাপানোই হচ্ছে না। মাথার তেল, সাবানে তা বেঁধে রাখা হচ্ছে ১৮ শতাংশে। শিল্পকে চাঙ্গা করতে কমছে কয়লা, মূলধনী পণ্যে করও।শ্রীনগরে জিএসটি পরিষদের প্রথম দিনের বৈঠক শেষে অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, ‘‘প্রায় কোনও পণ্যেই করের হার জিএসটি জমানায় বাড়বে না। বরং অনেক ক্ষেত্রে কমার সম্ভাবনা।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০২:১৯
বৈঠকে জেটলি। বৃহস্পতিবার। শ্রীনগরে। ছবি: রয়টার্স

বৈঠকে জেটলি। বৃহস্পতিবার। শ্রীনগরে। ছবি: রয়টার্স

খাদ্যশস্য, দুধে কর চাপানোই হচ্ছে না। মাথার তেল, সাবানে তা বেঁধে রাখা হচ্ছে ১৮ শতাংশে। শিল্পকে চাঙ্গা করতে কমছে কয়লা, মূলধনী পণ্যে করও। শ্রীনগরে জিএসটি পরিষদের প্রথম দিনের বৈঠক শেষে অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, ‘‘প্রায় কোনও পণ্যেই করের হার জিএসটি জমানায় বাড়বে না। বরং অনেক ক্ষেত্রে কমার সম্ভাবনা।’’

আলোচনায় নাম উঠেছিল ১,২১১টি পণ্যের। তার মধ্যে মাত্র ৫টি বাদে বাকি সবগুলির করের হার ঠিক হয়ে গেল এ দিনই। অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ অঢিয়া জানান, শুক্রবার আলোচনা হবে আর কোন-কোন পণ্যকে করের আওতার বাইরে রাখা উচিত, তা নিয়ে। ঠিক হবে পরিষেবায় করের হারও। যদি তাতেও কোনও হার ঠিক করা বাকি থেকে যায়, তবে ফের বৈঠকে বসবে পরিষদ। যাতে জিএসটি চালু করা সম্ভব হয় জুলাইয়ের গোড়া থেকেই।

এখনও অবশ্য কিছুটা দর কষাকষি চলছে নির্দিষ্ট কিছু পণ্যের করের হার নিয়ে। এ নিয়ে সওয়াল করছে বিভিন্ন রাজ্য। কেরল যেমন চায় সোনার গয়নায় কর বসুক ৫% হারে। আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, করের আওতার বাইরে থাকুক পূজোর সামগ্রী।

বিতর্ক জারি রয়েছে বিড়ির উপর কর ঠিক করা নিয়েও। এমনিতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হওয়ায় তার উপর চড়া কর বসানোর পক্ষে সওয়াল করেছেন এক পক্ষ। আবার উল্টো পক্ষের দাবি, এর সঙ্গে জড়িয়ে বহু মানুষের রুজি-রুটি। জেটলি জানান, শুক্রবার বিষয়টি ঠিক হবে।

জিএসটি জমানায় বিভিন্ন পণ্যে ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ হারে কর বসবে বলে নভেম্বরেই জানিয়েছিল কেন্দ্র। অনেকের আশঙ্কা, সে ক্ষেত্রে দাম বাড়বে বহু পণ্য ও পরিষেবার। সে বিষয়ে আশ্বাস দিয়ে কেন্দ্র এ দিন জানায়, প্রায় ৮১% পণ্যে কর বসছে ১৮% বা তার কম। এর ৭% পণ্যের ক্ষেত্রে করের হার শূন্য। ফলে সব মিলিয়ে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলেই অর্থমন্ত্রীর দাবি।

কীসে কত কর

• খাদ্যশস্যে কর নেই। ছিল ৫%। কর নেই দুধেও

• মাথার তেল, সাবান, টুথপেস্টে ১৮%

• চিনি, চা, কফি, ভোজ্য তেলে ৫%

• ৫% হার জীবনদায়ী ওষুধ, মিষ্টির জন্যও

• এসি, ফ্রিজে ২৮%

• গাড়ি, কোল্ড ড্রিঙ্কে ২৮%। তার উপরে বাড়তি ১%, ৩% ও ১৫% সেস গুনতে হবে যথাক্রমে ছোট, মাঝারি ও বিলাসবহুল গাড়িকে

• কয়লায় ৫%। ছিল ১১.৬৯%

• শিল্পকে চাঙ্গা করতে ১৮% কর মূলধনী পণ্য, কিছু কাঁচামালে

• প্রায় ৮১% পণ্যে কর ১৮% বা তার কম। এর মধ্যে ৭% পণ্যের ক্ষেত্রে করের হার শূন্য

ঠিক হওয়া বাকি

• কোন পরিষেবায় কত কর

• আর কোন কোন পণ্যে কর বসানো হবে না

• সোনা, বিড়ির মতো কয়েকটি পণ্যে করের হার

Arun Jaitley Emergency products
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy