Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Free Data

Free Data: চিপস কিনলে ফ্রি নেট, করোনাকালে সাধ ও সাধ্য মেলাতে অভিনব বিপণন

জনপ্রিয় ওই চিপস প্রস্তুতকারক সংস্থার ১০ টাকার আলুভাজার প্যাকেটে বিনামূল্যে ইন্টারনেট ডেটা দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ১২:৩০
Share: Save:

আলুভাজা কিনলে বিনামূল্যে পাওয়া যাবে নেট। অবাক হবে না। সত্যিই এ রকম অফার দিচ্ছে একটি চিপস প্রস্তুতকারক সংস্থা।

জনপ্রিয় ওই চিপস প্রস্তুতকারক সংস্থার ১০ টাকার আলুভাজার প্যাকেটে বিনামূল্যে ইন্টারনেট ডেটা দেওয়ার কথা জানানো হয়েছে। তবে সব টেলিকম সংস্থার গ্রাহকরা এই সুবিধা পাবেন না। কেবলমাত্র এয়ারটেলের গ্রাহকদের জন্যই ওই সুবিধা দিচ্ছে চিপস প্রস্তুতকারক সংস্থাটি।

১০ টাকার ওই আলুভাজার প্যাকেটের উপর লেখা রয়েছে, ‘এয়ারটেল ১ জিবি ফ্রি ডেটা’। সেই লেখায় ফ্রি শব্দটির উপরে রয়েছে একটি তারকা চিহ্ন। সেই লেখার নীচে ছোট হরফে লেখা ‘শর্ত প্রযোজ্য’। অর্থাৎ ১০ টাকার আলুভাজার প্যাকেট কিনলেই ১ জিবি এয়ারটেল ডেটা পেয়ে যাবেন এমনটাও নয়। চিপসের ওই প্যাকেট কেনার পর কিছু শর্ত মিললে তবেই পাওয়া যাবে এয়ারটেলের ১জিবি ডেটা। তবে ১০ টাকার ওই প্যাকেটে নির্ধারিত ওজনের অতিরিক্ত ৪০ শতাংশ আলুভাজাও দিচ্ছে ওই সংস্থা। যা নিশ্চিত ভাবে পাবেন সব গ্রাহক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Free Data Potato Snacks
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE