প্রাকৃতিক দুর্যোগ মাথায় করেও পর্যটন মেলা ভরিয়ে তুললেন ভ্রমণপিপাসু বাঙালি। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবিপি গোষ্ঠী আয়োজিত ‘আনন্দবাজার পত্রিকা টুরিস্ট স্পট’-এ।
এ দিন বিভিন্ন সংস্থার স্টলে প্রথাগত ভ্রমণ গন্তব্যের পাশাপাশি, প্রথম দিনের মতো কম জনপ্রিয় গন্তব্যের খোঁজও করেছেন অতিথিরা। মধ্যপ্রদেশ পর্যটন দফতরের সচিব শিবশেখর শুক্ল বলেন, ‘‘আমরা চাই কলকাতা থেকে আরও বেশি পর্যটক আমাদের রাজ্যে আসুক। জনপ্রিয় গন্তব্যের পাশাপাশি আমরা কালা তাজমহল, দরগা-ই-হাকিমির মতো কম জনপ্রিয় জায়গাগুলিকেও তুলে ধরছি।’’ মেঘালয়ের পর্যটন দফতর জানিয়েছে, তাদের স্টলেও অজানা গন্তব্যের সন্ধানে আসছেন মানুষ।
দমদমের বাসিন্দা রাজর্ষি রায় বলেন, ‘‘এখানে দেখছি একটি সংস্থা রোড ট্রিপ করছে। নতুন ব্যাপার। দিল্লি থেকে লে-লাদাখ কিংবা চণ্ডীগড় থেকে লে-লাদাখের মতো রোড ট্রিপের সুবিধাও রয়েছে।’’ ওই সংস্থার পক্ষে রিদ্ধ দত্ত জানান, ‘‘বাঙালিদের মধ্যে এখন এই ধরনের সফরের জনপ্রিয়তা বাড়ছে। দু’দিনে অনেকেই জানতে চেয়েছেন।’’ সবদিক থেকে দেখলে দ্বিতীয় দিনে এই পর্যটন মেলা ভ্রমণপ্রেমীদের মন জয় করে নিয়েছে। আজ, রবিবার মেলার শেষ দিন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)