Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cyclone Amphan

ত্রাণ-জালিয়াতি থেকে সাবধান, বার্তা বিশেষজ্ঞদের

সাইবার বিশেষজ্ঞেরা বলছেন, লকডাউন চলায় সোশ্যাল মিডিয়ায় আবেদন করে সাহায্য চাওয়া হচ্ছে। লেনদেন হচ্ছে নেট মারফত

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কুন্তক চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ২৭ মে ২০২০ ০৩:৫৩
Share: Save:

ঘূর্ণিঝড় আমপান যাঁদের আশ্রয় কেড়ে নিয়ে সর্বস্বান্ত করেছে, তাঁদের সাহায্য করতে সোশ্যাল মিডিয়ায় ত্রাণ সংগ্রহ শুরু করেছেন নাগরিকদের অনেকেই। তবে এই নাগরিক উদ্যোগের ক্ষেত্রে সাইবার ও ব্যাঙ্ক জালিয়াতি চক্র থেকে সাবধান থাকা উচিত বলে জানাচ্ছেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞেরা। তাঁদের মতে, ত্রাণ তহবিলে টাকা দেওয়ার ক্ষেত্রে যেমন সতর্ক থাকা উচিত, তেমনই সাবধান হওয়া জরুরি ত্রাণ নেওয়ার ক্ষেত্রেও।

সাইবার বিশেষজ্ঞেরা বলছেন, লকডাউন চলায় সোশ্যাল মিডিয়ায় আবেদন করে সাহায্য চাওয়া হচ্ছে। লেনদেন হচ্ছে নেট মারফত। জালিয়াতেরা এই সুযোগই নিতে পারে। ত্রাণ সংগ্রহকারীদের অজ্ঞাতে তাঁদের ফেসবুক পেজে ঢুকে বসে থাকতে পারে। তার পরে হাতিয়ে নিতে পারে টাকা। কয়েক জন ফেসবুকে এমন অজ্ঞাতপরিচয় লোকের সন্ধান পেয়েওছেন। কখনও পরিচয় ভাঁড়িয়ে ত্রাণ সংগ্রহ করার অজুহাতে কোনও জালিয়াত লুটে নিতে পারে অ্যাকাউন্টে থাকা তহবিল। আবার ত্রাণ দেওয়ার ছুতোয় উদ্যোক্তাদের অ্যাকাউন্ট থেকেও টাকা লোপাট করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cyclone Amphan Relief Fund Forgery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE