গত পাঁচ অর্থবর্ষ ধরে এ রাজ্যে টানা বেড়েছে রফতানি। কিন্তু করোনার কামড়ে এই বার ছবিটা বদলে গেল। এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এগ্জ়িম ব্যাঙ্ক) জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম দু’টি ত্রৈমাসিকে (এপ্রিল-জুন ও জুলাই-সেপ্টেম্বর) রাজ্য থেকে রফতানি কমেছে আগের বছরের একই সময়ের চেয়ে ২৮.২%। টাকার অঙ্কে যা প্রায় ১০০০ কোটি।
দেশের বাণিজ্য উন্নয়নের দায়িত্বে থাকা এগ্জ়িম ব্যাঙ্কের তথ্য বলছে, পশ্চিমবঙ্গ থেকে প্রধান যে ১০টি পণ্য বিদেশে বিক্রির জন্য পাড়ি দেয়, তার মধ্যে সাতটির রফতানিই কমেছে ওই ছ’মাসে। তবে চোখে পড়ার মতো বেড়েছে মানুষের মাথার চুল ও তা দিয়ে তৈরি সামগ্রী, লৌহ আকর এবং চালের (বাসমতি ছাড়া)।