Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩
FADA

দু’চাকার বেআইনি বিক্রি বন্ধের আর্জি

করোনার পরে সামগ্রিক ভাবে গাড়ি শিল্প ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করলেও, দু’চাকার বিক্রিতে এখনও ভাটা। বিশেষজ্ঞদের মতে, প্রধানত গ্রামীণ অর্থনীতি ছন্দে না ফেরায় চাহিদা ঝিমিয়ে।

Bike Showroom

অনেকে বেআইনি ভাবে দু’চাকার গাড়ি বিক্রি করছে বলে অভিযোগ তুলল বিক্রেতাদের সংগঠন ফাডা। প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৭:০৬
Share: Save:

এক ছাদের তলায় একাধিক ব্র্যান্ডের পণ্য বিক্রেতাদের (মাল্টি ব্র্যান্ড রিটেল) অনেকে বেআইনি ভাবে দু’চাকার গাড়ি বিক্রি করছে বলে অভিযোগ তুলল বিক্রেতাদের (ডিলার) সংগঠন ফাডা। তাদের দাবি, এর ফলে এক দিকে বহু ক্রেতা ঠিক মতো পরিষেবা পাচ্ছেন না। কেউ কেউ প্রতারিতও হচ্ছেন। অন্য দিকে, ক্ষতি হচ্ছে আইন মেনে ব্যবসা করা বিক্রেতাদের। এ ব্যাপারে গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন সিয়াম-সহ বিভিন্ন মহলে চিঠি পাঠিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

করোনার পরে সামগ্রিক ভাবে গাড়ি শিল্প ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করলেও, দু’চাকার বিক্রিতে এখনও ভাটা। বিশেষজ্ঞদের মতে, প্রধানত গ্রামীণ অর্থনীতি ছন্দে না ফেরায় চাহিদা ঝিমিয়ে। কারণ সেগুলির মূল বাজার গাঁ-গঞ্জই। ফাডার তোপ, এমন প্রতিকূল পরিস্থিতিতে আইন ভেঙে কিছু বহু ব্র্যান্ডের বিপণি গাড়ি বিক্রেতাদের থেকে একসঙ্গে অনেকগুলি (বাল্ক) দু’চাকা কিনে কম দামে ক্রেতাকে বেচছে। অথচ দাম নিচ্ছে নির্মাতাদের থেকে অনেকটাই বেশি। বিক্রি পরবর্তী পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছে না তারা। ফাডার প্রেসিডেন্ট মণীশরাজ সিঙ্ঘানিয়া বলেন, এ নিয়ে দু’চাকার গাড়ি শিল্পের দ্বারস্থ হয়েছেন তাঁরা। বিক্রেতাদের পাশাপাশি সরকারের রাজস্বের ক্ষতি এবং কাজ যাওয়ার কথাও তুলে ধরেছেন। তাদের আর্জি, বিক্রির পদ্ধতি ঢেলে সাজানো হোক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE