Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শোরুম থেকে গাড়ি বিক্রিতে বহাল ধাক্কা

ফাডার প্রেসিডেন্ট আশিস হর্ষরাজ কালে বলেন, এপ্রিলের তুলনায় ছবিটা সামান্য ভাল হলেও, গত বছরের চেয়ে তা বেশ খারাপ। বিশেষত দু’চাকার গাড়ি বিক্রি (৮.৬%) ধাক্কা খেয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুন ২০১৯ ০২:০৩
Share: Save:

গত মাসে ফের ধাক্কা খেল ডিলারদের থেকে গাড়ি বিক্রি। শুক্রবার ডিলারদের সংগঠন ফেডারেশন অব ডিলার্স অ্যাসোসিয়েশন (ফাডা) জানিয়েছে, শোরুম থেকে মে মাসে যাত্রী গাড়ি বিক্রি ১% কমে দাঁড়িয়েছে প্রায় ২.৫১ লক্ষ। চার চাকা, দুই-তিন চাকা ও বাণিজ্যিক গাড়ি মিলিয়ে মোট বিক্রি ৭.৫% হয়েছে ১৭,৭১,৯২০টি। গত বছরের একই সময়ে তা ছিল প্রায় ১৯.১৫ লক্ষ। এর আগে গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম জানিয়েছিল, মে মাসে যাত্রী গাড়ির বিক্রি কমেছে ২০%। গত ১৮ বছরের মধ্যে যা এতটা বেশি হারে কমেনি।

ফাডার প্রেসিডেন্ট আশিস হর্ষরাজ কালে বলেন, এপ্রিলের তুলনায় ছবিটা সামান্য ভাল হলেও, গত বছরের চেয়ে তা বেশ খারাপ। বিশেষত দু’চাকার গাড়ি বিক্রি (৮.৬%) ধাক্কা খেয়েছে। এ জন্য গাড়ি নির্মাতাদের কাছে মজুত ভাণ্ডার গড়তে ২১ দিনের ব্যবধান রাখার আর্জি জানিয়েছেন তিনি। আগামী ৪-৬ সপ্তাহ বিক্রি ধাক্কা খাবে বলেও পূর্বাভাস ফাডার। তবে কেন্দ্রে স্থায়ী সরকার, বাজারে নগদ বাড়াতে রিজার্ভ ব্যাঙ্কের উদ্যোগ, ভাল বাজেট এবং বর্ষার হাত ধরে ৮-১০ সপ্তাহে গাড়ি বিক্রির ছবিটা বদলাবে বলেই মনে করছেন কালে।

উল্লেখ্য, শিল্পের হাল ফেরাতে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে ত্রাণ চেয়েছে সিয়াম। তবে বছরের দ্বিতীয়ার্ধে গাড়ি বিক্রি বাড়বে বলে তাদের আশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cars Bikes Automobile FADA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE