ভারতের কনটেন্ট ক্রিয়েটর, ছোট পরিচালকদের বিশ্বের দরবারে পৌঁছে দিতে বিভিন্ন দেশের উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেখানে তাঁদের তৈরি চলচ্চিত্র কিংবা কনটেন্ট দেখিয়ে বিশ্বের বাজার খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার ইনফোকমের মঞ্চে এ কথা জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের যুগ্মসচিব সি সেন্থিল রাজন। তিনি জানান, গণমাধ্যম ক্ষেত্রে স্টার্ট-আপগুলিকে সাহায্যের লক্ষ্যে মন্ত্রকের নিয়ন্ত্রাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একটি করে ইনকিউবেশন কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি, এই ক্ষেত্রে যাতে দক্ষ কর্মী পাওয়া যায় তার জন্য একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠানও তৈরি করেছে সরকার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)