প্রধানমন্ত্রীর পরেই কলকাতায় আসছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সব ঠিক থাকলে ১৮ সেপ্টেম্বর আসবেন তিনি। পুজোর আগে শহরে আসার কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও। বিজেপি সূত্রের খবর, ভোটের আগে রাজ্যবাসীর কাছে কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য, রাজ্যের ব্যর্থতা, কেন্দ্রীয় প্রকল্পগুলিতে হওয়া অনিয়ম নিয়ে সরব হয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে প্রচারে নামার কৌশল নিয়েছেন বিজেপি নেতৃত্ব।
সূত্রের দাবি, মানুষকে সুরাহা দেওয়াই যে নতুন জিএসটি কাঠামোর লক্ষ্য, তা প্রচারও নির্মলার সফরের উদ্দেশ্য। বিজেপি-র দাবি, ১৫ তারিখ ভারতীয় সেনা সম্মেলনে যোগ দিতে শহরে আসছেন মোদী। ১৮ সেপ্টেম্বর বণিকসভার অনুষ্ঠানে থাকবেন নির্মলা। ২২ সেপ্টেম্বর চালু হবে সংশোধিত জিএসটি। এতে কর কাঠামো আরও সরল হবে। জিনিসের দাম কমবে। ক্রেতা-বিক্রেতা উপকৃত হবেন। মূলত মধ্যবিত্তদের মাথায় রেখেই যে এই সংস্কার, তা দেখিয়ে ভোটের আগে প্রচারের সুর বাঁধবে বিজেপি। কেন্দ্রের সাফল্যের সঙ্গেই রাজ্য ও কেন্দ্রে ‘ডাবল ইঞ্জিন’-এর সরকারের ফায়দা তুলে ধরবেন মন্ত্রীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)