কলকাতা শহরে পাইপবাহিত রান্নার গ্যাসের লাইন বসাতে সমস্যা হলে তৎক্ষণাৎ সমাধানের আশ্বাস দিলেন মেয়র তথা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার বণিকসভা ওরিয়েন্টাল চেম্বারের বার্ষিক সাধারণ সভার শেষে তিনি জানান, ‘‘আমরা চাই শহরে দ্রুত পাইপে গ্যাস (সিএনজি এবং পিএনজি) আসুক। ইতিমধ্যেই বেঙ্গল গ্যাসের কর্তাদের আশ্বাস দিয়েছি কোনও সমস্যা হলে আসুন, সমাধান করব। কারণ পাইপে রান্নার গ্যাস এলে সাধারণ মানুষের যেমন সুবিধা হবে, তেমনই প্রশাসনেরও অনেকটাই সুবিধা হবে।’’ তাঁর কাছে এ সংক্রান্ত কোনও ছাড়পত্র আটকে নেই বলেও দাবি করেছেন মেয়র।
রাজ্যজুড়ে এই পাইপবাহিত গ্যাসের লাইন বসাচ্ছে বেঙ্গল গ্যাস। সংস্থা সূত্রের খবর, বর্তমানে এই লাইন কল্যাণীর গয়েশপুর পর্যন্ত এসে প্রশাসনিক ছাড়পত্র না পাওয়া-সহ বিবিধ কারণে আটকে রয়েছে। সেখান থেকে ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট লাইনটি ভিআইপি রোড, নিউটাউন হয়ে ইএম বাইপাসে আসার কথা। অন্যটি ব্যারাকপুর-বারাসত-মধ্যমগ্রাম হয়ে এয়ারপোর্ট যাবে। বুধবার সংস্থা জানিয়েছে, এখন কল্যাণী পাইপলাইন ব্যারাকপুর পর্যন্ত টেনে আনার বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বেঙ্গল গ্যাস সূত্রের দাবি, কলকাতা শহরে লাইন পাতার জন্য আবেদন করা হলেও, তা এখনও মেয়রের টেবিল পর্যন্ত পৌঁছোয়নি। বর্তমানে কল্যাণী-ব্যারাকপুর রুটে কিছু জট রয়েছে। তা ছাড়াতে শীঘ্রই ফিরহাদের কাছে আবেদন জানাবে সংস্থা। আগে এই পথের জট ছাড়িয়ে তার পর শহর কলকাতার জন্য পদক্ষেপ করা হবে। সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে এই গ্যাস পরিষেবা চালু করতে বদ্ধপরিকর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)