Advertisement
০৮ মে ২০২৪

খরচ কমাতে এ বার কর্মী ছাঁটছে ফ্লিপকার্ট

দেশে ই-কমার্সের বাজার বেড়ে চলেছে হুড়মুড়িয়ে। কিন্তু ওই ব্যবসায় মুনাফার মুখ দেখার রাস্তা এখনও সে ভাবে খুঁজে পায়নি প্রায় কোনও সংস্থাই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ০৩:২৭
Share: Save:

দেশে ই-কমার্সের বাজার বেড়ে চলেছে হুড়মুড়িয়ে। কিন্তু ওই ব্যবসায় মুনাফার মুখ দেখার রাস্তা এখনও সে ভাবে খুঁজে পায়নি প্রায় কোনও সংস্থাই। এই অবস্থায় খরচ কমাতে এ বার কর্মী ছাঁটাইয়ের রাস্তায় হাঁটছে ভারতে অনলাইনে কেনাকাটার বৃহত্তম সংস্থা ফ্লিপকার্ট। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, সেই সংখ্যা ৭০০ থেকে ১,০০০।

এ বছরই ফ্লিপকার্টের সম্ভাব্য বাজার দর কমিয়েছে মার্কিন আর্থিক পরিষেবা সংস্থা মর্গ্যান স্ট্যানলি ও লগ্নি সংস্থা টি রোয়ে প্রাইস। ব্যবসায় টিকে থাকতে বিপুল ছাড় দেওয়ার রেওয়াজেও শুরু হয়েছে যে রাশ টানা। মুনাফা নিশ্চিত করার তাগিদে একাধিক বার বদলাতে হয়েছে ব্যবসার মডেল। পাল্টেছে কর্ণধার। চলতি বছরের শুরুতে আইআইএম পড়ুয়াদের নিয়োগ করার দিন পিছিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েছে তারা। এ দিনের ছাঁটাইকে তাই খরচ কমানোর মরিয়া চেষ্টা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞেরা।

যদিও সংস্থার মুখপাত্রের দাবি, এই ছাঁটাই আসলে মেদ ঝরানোর প্রক্রিয়া। খরচ কমিয়ে ক্রেতাদের আরও ভাল পরিষেবা দেওয়ার উদ্যোগ। যা নেট সংস্থাগুলি হামেশাই করে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flipkart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE