শক্তিশালী ডলার। আমেরিকার চাপানো ৫০% আমদানি শুল্ক নিয়ে আশঙ্কা। তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হওয়া নিয়ে মাথা তোলা অনিশ্চয়তা। সেই সঙ্গে এখনও বহাল থাকা ভূ-রাজনৈতিক উদ্বেগ— মূলত এই সব কারণেই ভারতে শেয়ার বিক্রি করে চলেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি, দাবি বাজার বিশেষজ্ঞদের। পরিসংখ্যান বলছে, জুলাইয়ে নিট ১৭,৭০০ কোটি টাকা এবং অগস্টে নিট ৩৪,৯৯০ কোটি টাকার শেয়ার বেচেছিল তারা। আর সেপ্টেম্বর শুরু হওয়ার পরে মাত্র এক সপ্তাহে বের করে নিয়েছে ১২,২৫৭ কোটি। ফলে এ বছর এখনও পর্যন্ত ভারতের বাজার থেকে উধাও হয়েছে নিট ১.৪৩ লক্ষ কোটি টাকার বিদেশি লগ্নি।
ফলে প্রশ্ন উঠেছে, তা হলে কি ভারতের বাজারের উপর থেকে ভরসা কমে যাচ্ছে বিদেশি লগ্নিকারীদের? এ দেশের রফতানি বাণিজ্যের পাশাপাশি গোটা অর্থনীতিকেই শুল্ক-যুদ্ধ ঝুঁকির মুখে ফেলেছে বলে মনে করছে তারা? বিশেষজ্ঞেরা বলছে, দেশীয় এবং আন্তর্জাতিক নানা কারণ এর জন্য দায়ী। ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির বাজারে মুনাফা ফেলে রাখতে সাহস পাচ্ছে না তারা।
ওই মহলের দাবি, আগামী সপ্তাহগুলিতে একাধিক বিষয় বিদেশি লগ্নির অভিমুখ নির্ধারণ করতে পারে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের বক্তব্য, সে দেশের কর্মসংস্থানের পরিসংখ্যান, রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ-সিদ্ধান্ত এবং ডলারের সাপেক্ষে টাকার অবস্থা ইত্যাদি। একাংশের মতে, শেয়ার বাজারে অস্থিরতা বহাল থাকতে পারে। তবে আন্তর্জাতিক দুনিয়ায় অনিশ্চয়তা কমলে সরকারের জিএসটির হার ছাঁটাই, দেশে বাড়তে থাকা চাহিদা এবং কর্পোরেট সংস্থাগুলির ভাল আয় আগামী দিনে বিদেশি লগ্নিকে ফিরিয়ে আনতে পারে ভারতের শেয়ার বাজারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)