Advertisement
E-Paper

ফের বেআইনি লেনদেনে জড়ালেন ভারতীয় বংশোদ্ভূত

মার্কিন মুলুকে ফের সংস্থার গোপন তথ্য ফাঁস করে বেআইনি শেয়ার লেনদেনের অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়েছে, জে পি মর্গ্যান সিকিউরিটিজ-এ ২০১১ সাল থেকে দু’বছর ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং অ্যানালিস্ট হিসেবে কাজ করার সময়ে সংস্থাটির প্রযুক্তি লেনদেন বিষয়ক দু’টি চুক্তির কথা বন্ধুকে আগাম জানান ২৭ বছরের আশিস অগ্রবাল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০২:২১

মার্কিন মুলুকে ফের সংস্থার গোপন তথ্য ফাঁস করে বেআইনি শেয়ার লেনদেনের অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়েছে, জে পি মর্গ্যান সিকিউরিটিজ-এ ২০১১ সাল থেকে দু’বছর ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং অ্যানালিস্ট হিসেবে কাজ করার সময়ে সংস্থাটির প্রযুক্তি লেনদেন বিষয়ক দু’টি চুক্তির কথা বন্ধুকে আগাম জানান ২৭ বছরের আশিস অগ্রবাল। সেই তথ্যকে কাজে লাগিয়ে বাজারে শেয়ার কেনা-বেচা করে বেআইনি ভাবে প্রায় ৭ লক্ষ ডলারের মুনাফা কামান আশিস ও তাঁর দুই বন্ধু শাহরিয়ার বোলান্ডিয়ান এবং কেভান সাদিঘ।

প্রসঙ্গত, অবিকল একই অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে এই মুহূর্তে মার্কিন মুলুকেই দু’বছর হাজতবাস করছেন বহুজাতিক ম্যাকিনসের প্রাক্তন কর্ণধার রজত গুপ্ত। অভিযোগ ছিল, ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাক্সের একটি ব্যবসায়িক চুক্তি নিয়ে তাঁর কাছে গোপনে পাওয়া তথ্য কাজে লাগিয়ে বেআইনি ভাবে শেয়ার কেনা-বেচায় বিপুল মুনাফা করেছিল হেজ ফান্ড সংস্থা গ্যালিয়ন। গোল্ডম্যানের ডিরেক্টর ছিলেন রজতবাবু। গ্যালিয়নের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কর্ণধার শ্রীলঙ্কার মার্কিন প্রবাসী রাজারত্নমেরও ১১ বছরের জেল হয়েছে এই অপরাধে।

জে পি মর্গ্যান কাণ্ডে তিন অভিযুক্তই মঙ্গলবার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের সামনে আত্মসমর্পণ করেন। সান ফ্র্যান্সিসকোর বাসিন্দা ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার স্নাতক আশিস অবশ্য মার্কিন আদালতে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেন। নিজেকে বাঁচাতে লড়বেন বলেও জানিয়েছেন।

jpmorgan analyst ashis agarwal ashis agarwal jp morgan america insider trading case insider trading case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy