আইফোনের পরে এ বার ভারতে ফক্সকনের কারখানায় এয়ারপড তৈরি করে রফতানি করবে অ্যাপল। শিল্প সূত্রের খবর, এপ্রিল থেকে হায়দরাবাদের কারখানায় তার উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে আমেরিকার সংস্থাটির। তবে সংশ্লিষ্ট দুই সংস্থার তরফে এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, অ্যাপলের হয়ে পণ্য তৈরি করে তাইওয়ানের সংস্থা ফক্সকন। তেলঙ্গানার পাশাপাশি, তামিলনাড়ু ও কর্নাটকে কারখানা রয়েছে তাদের। সেখানে যন্ত্রাংশ জুড়ে আইফোন তৈরি করে তারা। এত দিন ভারতে অ্যাপল শুধু আইফোন তৈরি করত। এয়ারপড দ্বিতীয় পণ্য।
আমেরিকা থেকে আসা মোবাইল ফোন-সহ বেশ কিছু যন্ত্রে ২০% আমদানি শুল্ক চাপায় ভারত। যদিও আমেরিকায় এই শ্রেণির পণ্যগুলি এখনও বিনা শুল্ক পাঠানো যায়। সে দেশের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, এর পরে একই হারে পাল্টা শুল্ক বসাবেন তাঁরাও। তাই শিল্পমহলে গুঞ্জন চলছিল, অ্যাপল বুঝি ভারতে পণ্য তৈরি করা কমাবে। জল্পনা আরও শক্তিশালী হয় আমেরিকায় কারখানা গড়তে চার বছরে তাদের ৫০,০০০ কোটি ডলার লগ্নি ঘোষণার পরে।
তবে অন্য অংশের ব্যাখ্যা, ২০২৩ সালের অগস্টে হায়দরাবাদের কারখানাটি গড়তে ৩৫০০ কোটি টাকা ঢালার কথা ঘোষণা করেছিল ফক্সকন। এ বার অ্যাপলের এয়ারপড তৈরির সিদ্ধান্ত থেকে স্পষ্ট, ভারত সংক্রান্ত পরিকল্পনা থেকে তাদের পিছু হটার সম্ভাবনা নেই। তবে হায়দরাবাদের কারখানায় তৈরি এয়ারপড পুরোটাই রফতানি হবে। ভারতে বিক্রি হবে না।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)