ব্যবসা বাড়াতে নিত্যনতুন পদক্ষেপ শুরু করেছে ডাক বিভাগ। এরই অঙ্গ হিসেবে প্রতিটি সার্কলে বিপণন কর্মী (মার্কেটিং এগ্জ়িকিউটিভ) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তারা। এই নিয়ে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি গোটা বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
সূত্রের খবর, সম্প্রতি ডাক বিভাগের মাসিক বৈঠক ছিল। সেখানে প্রতিটি সার্কলের কর্তাদের নির্দেশ দিয়ে পেম্মাসানি বলেছেন, কোন কোন ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধির সুযোগ রয়েছে তা চিহ্নিত করতে হবে। সেই ব্যবসার কাজ ঠিক ভাবে কার্যকর করতে মার্কেটিং এগ্জ়িকিউটিভ পদে কর্মী নিয়োগ করে তৈরি করতে হবে আলাদা বিপণন বিভাগ। এই বিভাগের কাজ হবে বিবিধ পণ্যের প্রচার করা। ওই কর্মীদের দায়িত্ব পালন করতে হবে দৈনিক ও মাসিক লক্ষ্যমাত্রার ভিত্তিতে। প্রতিটি সার্কলে থাকবে বিপণন কর্মীদের একটি করে দল। তারা ধারাবাহিক ভাবে ডাক বিভাগের পণ্যের প্রচার করবে।
মন্ত্রী মনে করছেন, এতে ব্যবসা যেমন বাড়বে, তেমনই আরও বেশি মানুষের কাছে ডাক বিভাগের বিভিন্ন সুবিধা সম্পর্কে তথ্য পৌঁছবে। ডাক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের আয় ছিল প্রায় ১১,৪২৫ কোটি টাকা। সেখানে খরচের অঙ্ক ছিল ৩৭,৫২৯ কোটি। অর্থাৎ, ঘাটতি ছিল প্রায় ২৫,০০০ কোটি টাকা। ব্যবসা বাড়িয়ে এই ফারাক কমিয়ে আনতে নির্দিষ্ট কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই ঘাটতি যে এক-দু’বছরে মেটার নয় তা মেনে নিয়েছে সংশ্লিষ্ট সমস্ত পক্ষ।
মন্ত্রী জানান, ব্যবসা বাড়িয়ে ঘাটতি পূরণের জন্য যে সমস্ত পদক্ষেপ করা হয়েছে তার মধ্যে অন্যতম এই বিপণন বিভাগ তৈরি। ২০২৯ সালের মধ্যে দেশের সবকটি ডাকঘরকে লাভজনক করে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। সে দিকে তাকিয়েই ডাকঘর সংযুক্তিকরণ, কর্মীদের দক্ষতা বৃদ্ধি-সহ বিভিন্ন পদক্ষেপ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)