কেন্দ্রীয় বাজেটে আয়করের নতুন কাঠামোয় বিপুল ছাড়ের কথা ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। ২০২৫-’২৬ অর্থবর্ষে বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে, কর বাবদ দিতে হবে না কোনও টাকা। বিশেষজ্ঞদের দাবি, এর জেরে অতিরিক্ত অর্থ থাকবে আমজনতার হাতে। এর একাংশ শেয়ারে লগ্নি করবেন বলে আশা করছেন তাঁরা।
আর্থিক বিশ্লেষকদের দাবি, বাজেটে সাধারণ মানুষের হাতে সরকার টাকা তুলে দেওয়ায় ঘরোয়া বাজারে বাড়বে গাড়ি বিক্রির পরিমাণ। সর্বাধিক বিক্রি হতে পারে দুই চাকার যান। চার চাকার মধ্যে সবচেয়ে কম দামের গাড়ি কেনার দিকে ঝুঁকতে পারে মধ্যবিত্ত।
ব্রোকারেজ ফার্মগুলির অনুমান, এর জেরে আগামী দিনে চড়বে অটোমোবাইল সংস্থাগুলির স্টকের দর। বৈদ্যুতিন গাড়ির বাজারও চাঙ্গা থাকার সম্ভাবনা রয়েছে। লিথিয়াম, কোবাল্ট এবং তামার মতো গুরুত্বপূর্ণ খনিজের উপর শুল্কের অঙ্ক হ্রাস করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তাই এই ধরনের সংস্থাগুলির স্টকে লগ্নির পরামর্শ দিয়েছেন তাঁরা।
কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী খনিজ ক্ষেত্র কল্যাণ যোজনার আওতায় দেশের ১০০টি জেলায় ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশে আরও বেশি করে ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলির স্টকের দর ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
বাজেটের রেলের ক্ষেত্রে নতুন লাইন বসানো, বিদ্যুতায়ন এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ হ্রাস করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। অন্য দিকে প্রতিরক্ষা এবং জাহাজ নির্মাণে খরচের অঙ্ক বাড়িয়েছেন তিনি। ফলে রেলের সঙ্গে জড়িত সংস্থাগুলির স্টকের সূচক নিম্নমুখী হতে পারে। প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ এবং জাহাজ তৈরির সংস্থাগুলির শেয়ার থেকে লাভ করতে পারেন বিনিয়োগকারীরা।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)