Advertisement
E-Paper

ফুজিফিল্ম নিয়ে এল তাদের প্রথম সারভিলেন্স ক্যামেরা

সংস্থার মতে এই ক্যামেরাটি এক কিলোমিটার দূরে থাকা গাড়ির লাইসেন্স প্লেটও ক্যাপচার করতে সক্ষম হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১১:০০
বিশেষ জুমিং ফিচার নিয়ে বাজারে এল ফুজিফিল্মের প্রথম সারভিলেন্স ক্যামেরা এসএক্স ৮০০। ছবি- টুইটার থেকে গৃহীত।

বিশেষ জুমিং ফিচার নিয়ে বাজারে এল ফুজিফিল্মের প্রথম সারভিলেন্স ক্যামেরা এসএক্স ৮০০। ছবি- টুইটার থেকে গৃহীত।

এক কিলোমিটার দূর থেকেই সারভিলেন্স ক্যামেরায় ধরা পড়বে গাড়ির লাইসেন্স প্লেট। এ রকমই বিশেষ জুমিং ফিচার নিয়ে সারভিলেন্স ক্যামেরার বাজারে প্রবেশ করল ফুজিফিল্ম। নিয়ে এল তাঁদের প্রথম সারভিলেন্স ক্যামেরা এসএক্স ৮০০।

ক্যামেরার গুণমানের দিক থেকে দেখতে গেলে ফুজিফিল্ম কখনই তার ক্যামেরাপ্রেমীদের নিরাশ করে না। টেলিফটো ক্যামেরার মতো ভালো জুম করার ক্ষমতা থাকছে এই সারভিলেন্স ক্যামেরায়।

ফুজিফিল্ম এসএক্স ৮০০ ক্যামেরাটি নজর রাখতে পারবে বিস্তীর্ণ এলাকা জুড়ে। এই ক্যামেরায় থাকছে ৪০এক্স অপটিকাল জুম এবং ১.২৫এক্স ডিজিটাল জুম ১০০০ এমএম-এর ফোকাল লেন্থ। যা বিস্তীর্ণ এলাকাকে লেন্সে ধরে রাখতে সহায়তা করে। সংস্থার মতে এই ক্যামেরাটি এক কিলোমিটার দূরে থাকা গাড়ির লাইসেন্স প্লেটও ক্যাপচার করতে সক্ষম হবে।

আরও পড়ুন: মোবাইল চার্জিংয়ের মতো এ বার চার্জ হবে দুই ও চার চাকার গাড়ি!

এ ছাড়াও এই ক্যামেরায় থাকছে ০.৩ সেকেন্ডের অটোফোকাস স্পিড, অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। এই ফিচারের জন্য অত্যাধিক তাপমাত্রা ও কুয়াশাতেও ছবি পরিষ্কার আসবে।

আরও পড়ুন: এ বার ফোনের সুবিধা মিলবে ট্যাবেও, ভারতে এল লেনোভো ট্যাব ভি ৭

Fujifilm SX800 Surveillence Camera Tech
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy