Advertisement
০৭ মে ২০২৪

ফের অভিযোগ ওলার বিরুদ্ধে

উবেরের পরে ওলার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলল অটোরিক্সা বুকিংয়ের অ্যাপ জুগ্‌নু-ও। তাদের দাবি, ভুয়ো অ্যাকাউন্ট খুলে তার থেকে ভুরিভুরি বুকিং করে পরে তা বাতিল করে দিচ্ছেন ওলা-র কর্মীরা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০২:৩০
Share: Save:

উবেরের পরে ওলার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলল অটোরিক্সা বুকিংয়ের অ্যাপ জুগ্‌নু-ও। তাদের দাবি, ভুয়ো অ্যাকাউন্ট খুলে তার থেকে ভুরিভুরি বুকিং করে পরে তা বাতিল করে দিচ্ছেন ওলা-র কর্মীরা। এক বিবৃতিতে জুগ্‌নুর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সমর সিংলার অভিযোগ, ‘‘দিন দশেক আগে বুকিং ও তা বাতিলের সংখ্যা, দুই-ই অস্বাভাবিক রকম বেড়ে গিয়েছিল। দেখা গিয়েছে, তা হচ্ছে ওলার অফিসের আশপাশের এলাকায়।’’ ওই সময়ে ৮০০টি ভুয়ো অ্যাকাউন্ট থেকে ২০ হাজার বুকিং ও পরে তা বাতিলের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। অবিলম্বে এটি বন্ধ না করলে, আইনের দরজায় কড়া নাড়ারও হুমকি দিয়েছে জুগ্‌নু। সম্প্রতি ওলার বিরুদ্ধে ভুয়ো অ্যাকাউন্ট থেকে গাড়ি বুক করে তা বাতিলের অভিযোগ দিল্লি হাইকোর্টের সামনে এনেছে উবেরও। ওলা অবশ্য কোনও মন্তব্য করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ola complain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE