Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঘাটতি নিয়ে বার্তা গীতার

বিশ্ব অর্থনীতি নিয়ে গোপীনাথের বার্তা, চিন-মার্কিন শুল্ক যুদ্ধের জেরে ধাক্কা খাবে তার বৃদ্ধি। ইতিমধ্যেই আইএমএফের পূর্বাভাসে তা নামানো হয়েছে ৩ শতাংশে। বিশ্বজোড়া মন্দার পরে যা সব থেকে কম।

গীতা গোপীনাথ।

গীতা গোপীনাথ।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ০৩:০৮
Share: Save:

ভারতের রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখা জরুরি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) মুখ্য অর্থনীতিবিদ, ভারতীয় বংশোদ্ভূত গীতা গোপীনাথ। কর আদায় কমায় এবং অর্থনীতি চাঙ্গা করতে কর্পোরেট ছাড়-সহ কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপে খরচ বাড়ায় যে ঘাটতি বেলাগাম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই। তবে আগামী দিনে ভারতে রাজস্ব আয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী তিনি। দেশের আর্থিক সঙ্কট মোকাবিলায় অর্থমন্ত্রীর সাম্প্রতিক পদক্ষেপগুলিরও প্রশংসা করেছেন। সঙ্গে জুড়েছেন সতর্ক বার্তা, ঘুরে দাঁড়াতে আরও অনেক পদক্ষেপ করতে হবে। রাজকোষ ঘাটতিকে নিয়ন্ত্রণে রেখেই। দেশের আর্থিক অগ্রগতির পথে প্রধান বাধাগুলির অন্যতম একটি হিসেবে ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থাগুলির (এনবিএফসি) সমস্যার কথাও উল্লেখ করেন তিনি।

বিশ্ব অর্থনীতি নিয়ে গোপীনাথের বার্তা, চিন-মার্কিন শুল্ক যুদ্ধের জেরে ধাক্কা খাবে তার বৃদ্ধি। ইতিমধ্যেই আইএমএফের পূর্বাভাসে তা নামানো হয়েছে ৩ শতাংশে। বিশ্বজোড়া মন্দার পরে যা সব থেকে কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gita Gopinath IMF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE