মাঝে কয়েক দিনের বিরতির পরে সোমবার ফের নজির গড়ল সোনা-রুপোর দাম। এ দিন খুচরো পাকা সোনার (১০ গ্রাম ২৪ ক্যারাট) দাম ১৭৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৪১,২০০ টাকা। জিএসটি যোগ করে ১,৪৫,৪৩৬ টাকা। গয়নার হলমার্ক সোনাও ১,৩৪,২০০ টাকায় পৌঁছেছে। কর নিয়ে ১,৩৮,২২৬ টাকা। সোমবার এক ধাক্কায় ৮৮০০ টাকা বেড়েছে এক কেজি খুচরো রুপো। দিনের শেষে থামল ২,৫৮,১০০ টাকায়। কর নিয়ে তার দাম দাঁড়াল ২,৬৫,৮৪৩ টাকা। রুপোর বাট হল ২,৫৮,০০০ টাকা। জিএসটি-র হিসাব কষলে ২,৬৫,৭৪০ টাকা। আন্তর্জাতিক বাজারেও মাথা তুলে নজির গড়েছে দুই ধাতুর দাম। জের পড়েছে দেশে। তার উপরে লগ্নিকারীদের সোনা-রুপোয় আগ্রহই দামকে ঠেলে তুলেছে বলে মত বাজার মহলের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)