ভারতের উপরে আমেরিকার ৫০% শুল্কের জের অস্থিরতা যত বাড়াচ্ছে, ততই সুরক্ষিত লগ্নির গন্তব্য হিসেবে চড়ছে সোনার দাম। শনিবার কলকাতায় খুচরো পাকা সোনা (১০ গ্রাম, ২৪ ক্যারাট) ১২৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,০৪,৩৫০ টাকায়। জিএসটি যোগ করলে ১,০৭,৪৮০.৫ টাকা। কর বাদে ৯৯,২০০ টাকায় পৌঁছেছে সোনার গয়নার (১০ গ্রাম, ২২ ক্যারাট) দামও। বাজার মহলের মতে, অচিরেই সেই দর এক লক্ষের মাইলফলক পার করা অসম্ভব নয়। সেটা হলে ক্রেতাদের আস্থায় বিপুল ধাক্কা লাগবে। উৎসবের মরসুমের মুখে সোনার দামের এই দৌড়ে উদ্বিগ্ন ক্রেতা তথা সোনা ব্যবসায়ী ও কারিগরেরাও।
সোনার চড়া দামে যে মানুষ রুপোর গয়নার দিকে ঝুঁকবেন, সেই স্বস্তিও মিলছে না। কারণ, কলকাতায় রুপোর বাট জিএসটি ছাড়াই পৌঁছেছে কেজিতে ১,২১,২০০ টাকায়। খুচরো রুপো ১০০ টাকা বেশি। কলকাতার পাইকারি বিক্রেতা চিত্তরঞ্জন পাঁজার দাবি, ‘‘বাজার তলানিতে। ৭০% বিক্রি কমেছে। এমন চললে দোকান বন্ধ করতে বাধ্য হবেন বহু ব্যবসায়ী।’’ বৌবাজারের রাখালচন্দ্র দে জুয়েলার্সের কর্তা নবীন কুমার চন্দ্র বলছেন, ‘‘আজ পর্যন্ত এমন সঙ্কট দেখেনি। তা কমার লক্ষণও নেই। সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াবে বলা কঠিন।’’
সোনার চড়া দামে ক্রেতার ভাটায় কারিগরদের হাতে কাজ প্রায় নেই বলে জানাচ্ছেন বঙ্গীয় স্বর্ণশিল্প সমিতির সাধারণ সম্পাদক টগর কুমার পোদ্দার। তিনি বলেন, ‘‘১৫ শতাংশের হাতে সোনার গয়নার কাজ রয়েছে। রুপোর দাম রেকর্ড গড়লেও, কিছু কাজ আসছে। ৫৫% তা-ই করছেন। পরে কী হবে জানা নেই।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)