Advertisement
১৯ এপ্রিল ২০২৪
GOld

দামে নতুন রেকর্ড গড়ল সোনা

নিজস্ব সংবাদদাতা কলকাতাসোনার চড়া দাম ও করোনার জোড়া ধাক্কায় দেশে গয়নার চাহিদা কিন্তু এখনও তলানিতে। গয়না ব্যবসায়ীরা জানাচ্ছেন, সম্প্রতি হাতে গোনা কয়েক জন ক্রেতা দোকানে পা রাখতে শুরু করেছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২০ ০৬:০৪
Share: Save:

নতুন উচ্চতায় সোনার দর। বুধবার কলকাতায় জিএসটি-সহ ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম পৌঁছেছে ৫১,১৯২ টাকায়। ২২ ক্যারাট গয়নার সোনার দাম হয়েছে ৪৮,৬২৬ টাকা। বিশেষজ্ঞদের বক্তব্য, করোনার সংক্রমণের প্রেক্ষিতে শেয়ার বাজার-সহ সারা বিশ্বের বিনিয়োগের ক্ষেত্রগুলি এখন অনিশ্চয়তার মধ্যে। ফলে সোনাকেই পুঁজি ঢালার জন্য অপেক্ষাকৃত নিরাপদ জায়গা বলে মনে করছেন লগ্নিকারীদের একাংশ। বাড়ছে তার দাম। একই কারণে অদূর ভবিষ্যতে এই ধাতুর দাম আরও বাড়তে পারে। রুপোর দামও পাল্লা দিয়ে বেড়েছে। প্রতি কেজি রুপোর বাটের দাম জিএসটি-সহ বেড়ে দাঁড়িয়েছে ৫১,৮৬০ টাকা। খুচরো রুপোর দামও হয়েছে ৫১,৯৬৩ টাকা।

সোনার চড়া দাম ও করোনার জোড়া ধাক্কায় দেশে গয়নার চাহিদা কিন্তু এখনও তলানিতে। গয়না ব্যবসায়ীরা জানাচ্ছেন, সম্প্রতি হাতে গোনা কয়েক জন ক্রেতা দোকানে পা রাখতে শুরু করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GOld Price Hike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE