Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Gold

এ বার ৪৩,০০০ ছুঁইছুঁই সোনা

স্বর্ণশিল্প মহলের দাবি, দামের এই আঁচে গয়নার বাজার শুনশান। বিয়ের ভরা মরসুমেও।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩০
Share: Save:

রকেট গতিতে ছুটছে সোনা। যত উঠছে তত আছড়ে পড়ছে প্রশ্ন, স্বর্ণশিল্প ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে আর কতটা চড়বে দাম? কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনা গত পাঁচ দিনে বেড়েছে ১৫২৫ টাকা। শুক্রবার তা পৌঁছেছে ৪২,৯৪৫ টাকায়। জিএসটি যোগ করে হয়েছে ৪৪,২৩৩ টাকা। আর প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গয়নার সোনা পাঁচ দিনে ১৪৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪০,৭৫০ টাকা। ৩% জিএসটি ধরে প্রায় ৪১,৯৭২ টাকা।

স্বর্ণশিল্প মহলের দাবি, দামের এই আঁচে গয়নার বাজার শুনশান। বিয়ের ভরা মরসুমেও। ব্যবসায়ীরা বলছেন, এই দফায় বিয়ের মরসুম চলবে ১১ মার্চ পর্যন্ত। অনেকে পরের মরসুমগুলির কেনাকাটাও এই সময় সারেন। বেশ কিছু গয়নার দোকানের মালিকের দাবি, ক্রেতারা খোঁজখবর করছেন। কিন্তু দাম শুনে ফিরে যাচ্ছেন। অনেকে পুরনো গয়না পালিশ করে বা ভেঙে নতুন গড়িয়ে সামাল দিচ্ছেন অবস্থা। বনগাঁর গয়না ব্যবসায়ী বিনয় সিংহ জানান, ‘‘গয়না কিনতে এসে অনেক ক্রেতা বাজেট না-বাড়িয়ে কম সোনায় গয়না বানাচ্ছেন।’’

বিনয়বাবুর দাবি, ‘‘এখন পুরনো দামের সোনার মজুত দিয়ে ব্যবসা চালাচ্ছি। নতুন সোনা কিনতে গেলে অনেক বেশি লাগবে। দাম আরও বাড়তে পারে।’’ স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে-র মতে, ‘‘শীঘ্রই সোনা ৪৫,০০০ টাকা ছাড়ালেও অবাক হব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gold Wedding Season
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE