রকেটের গতিতে বাড়ছে সোনার দাম। শুক্রবার এক দিনেই খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট, ১০ গ্রাম) বেড়েছে ২০৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, কলকাতায় তার দাম ছিল ৯৪,১৫০ টাকা। জিএসটি নিয়ে ৯৬,৯৭৪.৫০ টাকা। গয়নার সোনার (২২ ক্যারাট, ১০ গ্রাম) দাম হয়েছে ৮৯,৫০০ টাকা। কর নিয়ে ৯২,১৮৫ টাকা।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির ফলে বিশ্ব জুড়ে বাণিজ্য যুদ্ধের আবহ সৃষ্টি হওয়ার পর থেকেই সোনার দাম বৃদ্ধির প্রবণতা দেখা দিয়েছে। মাঝে কিছু দিন দাম কমেছিল। কিন্তু কলকাতায় গত চার দিনেই দাম বেড়েছে ৫০০০ টাকা। শুল্ক বাড়ানো নিয়ে চিন এবং আমেরিকার মধ্যে প্রতিযোগিতা শুরু হওয়ায় আর্থিক ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে লগ্নিকারীরা সোনাকেই আকড়ে ধরছেন। সেই তালিকায় শুধু
সাধারণ লগ্নিকারীই নন, রয়েছে বিভিন্ন দেশের শীর্ষ ব্যাঙ্ক। তারা বিদেশি মুদ্রার
ভান্ডার বাড়ানোর বদলে সোনা কিনছে। যা বিশ্ব জুড়েই ধাতুটির দাম বাড়াচ্ছে। এ দিন বিশ্ব বাজারে আউন্সে ২৪ ক্যারেট সোনা ছিল ৩২৩৯ ডলার। পাঁচ দিনেই বৃদ্ধি প্রায় ২২৯ ডলার।
সোনার দাম আকাশ ছোঁয়ায় বিরূপ প্রভাব পড়েছে গয়নার বাজারে। মূলত কেনাকাটা কমেছে মাঝারি ও ছোট দোকানে। বনগাঁর সোনার দোকানের মালিক বিনয় সিংহের দাবি, বিক্রি ৫০ শতাংশেরও বেশি কমেছে। ছোট দোকানগুলির সংগঠন বঙ্গীয় স্বর্ণশিল্পি সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার বলেন, ‘‘কেনাকাটা পুরো
থমকে।’’ তবে বৌবাজারের গিনি এম্পোরিয়ামের ডিরেক্টর বাবলু দে বলেন, ‘‘বিয়ের মরসুম চলছে। তাই খদ্দের একদম নেই, তা বলা যাবে না।’’
আগামী ১৫ এপ্রিল ১লা বৈশাখ ও ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। ওই দুই দিন সোনা ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ। সোনার এই চড়া দামে তখন বাজার কেমন যাবে, তা নিয়ে চিন্তায় তাঁরা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)