Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভারতেই তথ্য পরিকাঠামো গড়ছে গুগ্‌ল

উল্লেখ্য, বিদেশি সংস্থাগুলির গ্রাহকের তথ্য ভাণ্ডার মূলত ভারতের বাইরে থাকার জন্য তার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। যে কারণে রিজার্ভ ব্যাঙ্ক এ দেশেই সেই তথ্য ভাণ্ডার গড়ার নির্দেশ দিয়েছে।

গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৯
Share: Save:

ডিজিটাল লেনদেন এবং লেনদেনকারী গ্রাহকদের তথ্য ভারতেই রাখার জন্য নিয়মে কড়াকড়ি শুরু করেছে কেন্দ্র। সম্প্রতি কলকাতায় তাঁদের নতুন পরিষেবা সংক্রান্ত এক সভার ফাঁকে গুগল পে’র ডিরেক্টর (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) শরৎ বুলুসুর দাবি, নিয়ম মেনে উপযুক্ত পরিকাঠামো গড়ার কাজ অনেকটাই সেরেছেন তাঁরা। ইতিমধ্যে তথ্যের ‘ব্যাক-আপ’ ও তথ্য উড়ে গেলে তা পুনরুদ্ধারের জন্য জরুরি পরিকাঠামো এ দেশেই গড়া হয়েছে। সংস্থার ৬.৭ কোটি গ্রাহকের পরিষেবা যাতে বিঘ্নিত না-হয়, তা মাথায় রেখে বাকি নিয়মও কার্যকরের কাজ চলছে।

উল্লেখ্য, বিদেশি সংস্থাগুলির গ্রাহকের তথ্য ভাণ্ডার মূলত ভারতের বাইরে থাকার জন্য তার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। যে কারণে রিজার্ভ ব্যাঙ্ক এ দেশেই সেই তথ্য ভাণ্ডার গড়ার নির্দেশ দিয়েছে। শুরুতে বিভিন্ন সংস্থা তথ্য এতে আপত্তি তুললেও, পরে তারা রাজি হয়। সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের (এনপিসিআই) চিফ এগ্‌জ়িকিউটিভ দিলীপ আসবে জানিয়েছিলেন, হোয়াটসঅ্যাপ এবং গুগল তথ্য সংক্রান্ত পরিকাঠামোর কাজ করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Google Google Information Hub
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE