Advertisement
E-Paper

বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ তৈরিতে বাড়তি জোর রাজ্যের

বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের উপর আরও বেশি জোর দেবে রাজ্য সরকার। এই ধরনের প্রকল্পের মাধ্যমে আগামী তিন বছরে কমপক্ষে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০২:১৭
মণীশ গুপ্ত। বুধবার।—নিজস্ব চিত্র।

মণীশ গুপ্ত। বুধবার।—নিজস্ব চিত্র।

বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের উপর আরও বেশি জোর দেবে রাজ্য সরকার। এই ধরনের প্রকল্পের মাধ্যমে আগামী তিন বছরে কমপক্ষে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত। এই বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নীতিও রূপায়ণ করা হচ্ছে বলে তিনি জানান।

বুধবার বণিকসভা সিআইআই-এর উদ্যোগে বিদ্যুৎ শিল্প নিয়ে এক আলোচনাসভায় মণীশবাবু বলেন, ‘‘তাপবিদ্যুৎ শিল্পে কয়লার সঙ্কট যে-ভাবে বাড়ছে, তাতে বিকল্প শক্তি উৎপাদনের দিকেই সব রাজ্যকে জোর দিতে হবে। এ রাজ্যেও জলবিদ্যুৎ-সহ অচিরাচরিত শক্তি উৎপাদনের দিকে আরও বেশি প্রচেষ্টা চালানো হচ্ছে। যে কারণে শুধু ছাদের উপরেই নয়, সেচ খালের উপরে, জলা ভূমির জমি ব্যবহার করেও যাতে সৌর বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।’’ মণীশবাবু জানিয়েছেন, রাজারহাটের নিউটাউন, কলকাতা ও হাওড়াকে সৌর শহর হিসেবে রাজ্য সরকার চিহ্নিত করেছে। এখানে বাড়ি বা অফিসের ছাদে যাতে সৌর কোষ বসিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যায়, তার জন্য সরকার নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি তৈরির কথা ভাবছে।

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গায়ে রাজ্য সরকার তুর্গা নামে দ্বিতীয় যে-পাম্প স্টোরেজ বিদ্যুৎ প্রকল্পটি রাজ্য গড়বে, সেখানে সৌর প্রকল্প গড়ে তোলা হবে। ওই সৌর বিদ্যুৎ ব্যবহার করেই তুর্গার পাম্প স্টোরেজের জল তোলা হবে। মণীশবাবু জানিয়েছেন, তুর্গায় যে-সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠবে তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুদান চাওয়া হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি লিখেছেন বলে তিনি জানান। কেন্দ্রের ‘ক্লিন এনার্জি’ তহবিল থেকেই মোট প্রকল্প খরচের ৪০% অর্থ চাওয়া হয়েছে বলে মন্ত্রীর দাবি।

purulia turga purulia watr pump storage solar power plant household solar electricity domestic solar plant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy