আমেরিকার ৫০% শুল্কের অভিঘাতে ভারতীয় রফতানিকারীরা দিশাহারা। যে জিনিসগুলি সব থেকে বেশি বিক্রি হত সেখানে, সেগুলি মুখ থুবড়ে পড়ছে। আশঙ্কা, এর চোট লাগবে গোটা অর্থনীতিতে। এই অবস্থায় দেশের রফতানি বাণিজ্যের সঙ্কট কাটাতে বুধবার রাতে মোট ৪৫,০০০ কোটি টাকার দু’টি প্রকল্পে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর মধ্যে ২৫,০৬০ কোটি টাকা খরচ করা হবে রফতানি উন্নয়ন প্রকল্প ‘এক্সপোর্ট প্রোমোশন মিশন’-এ। আর ২০,০০০ কোটি বরাদ্দ হয়েছে ব্যাঙ্ক-সহ বিভিন্ন আর্থিক সংস্থার কাছ থেকে রফতানিকারীদের ধার নেওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা বা গ্যারান্টি দেওয়ার উদ্দেশ্যে।
রফতানি শিল্পের দাবি, চড়া শুল্কের কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকাই কঠিন হয়েছে। সেই সঙ্কট যুঝতে সহায়ক হবে নতুন প্রকল্প। পূরণ হতে পারে ১ লক্ষ কোটি ডলারের পণ্য এবং পরিষেবা রফতানির লক্ষ্যমাত্রাও।
কেন্দ্রের দাবি, শুল্কের কারণে বিপাকে যারা, তাদের সাহায্যে জোর দেওয়া হবে। যারা মূলত ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থা (এমএসএমই)। রফতানি উন্নয়ন কার্যকর করতে তৈরি হবে দু’টি শাখা প্রকল্প। একটির দায়িত্ব সংস্থাগুলি ঋণ-সহ প্রকল্পের সব সুবিধা ঠিকমতো পাচ্ছে কি না দেখা। অন্যটি সরাসরি আর্থিক ছাড়া অন্য বিষয়গুলি খেয়াল রাখবে। যার মধ্যে রয়েছে, বিদেশে শিল্প মেলার আয়োজনও।
এ দিন জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল সব্যসাচী রায় বলেন, ‘‘কেন্দ্রের অন্যতম সিদ্ধান্ত গয়না-দামি পাথরকে অগ্রাধিকার তালিকায় আনা। ব্যাঙ্ক ঋণ এবং তাতে ভর্তুকি-সহ সরকারি সহযোগিতার সব ক্ষেত্রেই অগ্রাধিকার পাব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)