Advertisement
০৬ মে ২০২৪

কোল ইন্ডিয়ার ১০% শেয়ার বেচবে কেন্দ্র

কোল ইন্ডিয়ার ১০% (প্রায় ৬৩.১৬ কোটি) শেয়ার বিক্রি করবে কেন্দ্র। বুধবার এ কথা জানিয়েছে বিলগ্নিকরণ দফতর। এই শেয়ার বিক্রি করে কেন্দ্রের ঘরে ২৩,৪০০ কোটি টাকারও বেশি আসবে বলে আশা। বর্তমানে সংস্থাটিতে কেন্দ্রের ৭৮.৬৫% অংশীদারি রয়েছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০২:১৬
Share: Save:

কোল ইন্ডিয়ার ১০% (প্রায় ৬৩.১৬ কোটি) শেয়ার বিক্রি করবে কেন্দ্র। বুধবার এ কথা জানিয়েছে বিলগ্নিকরণ দফতর। এই শেয়ার বিক্রি করে কেন্দ্রের ঘরে ২৩,৪০০ কোটি টাকারও বেশি আসবে বলে আশা। বর্তমানে সংস্থাটিতে কেন্দ্রের ৭৮.৬৫% অংশীদারি রয়েছে।

কয়লা সংস্থাটির শেয়ার বেচার দিন নির্ধারণ, তার মূল দাম স্থির করা-সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রকে পরামর্শ দিতে মার্চেন্ট ব্যাঙ্কারদের থেকে দরপত্র চেয়েছে কেন্দ্র। সর্বোচ্চ পাঁচটি মার্চেন্ট ব্যাঙ্কার নিয়োগ করা হবে। তাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২ সেপ্টেম্বর। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, সংস্থার কর্মীরাও সর্বোচ্চ ২ লক্ষ টাকার শেয়ার কিনতে পারবেন। মূল দরের চেয়ে ৫% কম দামে ওই শেয়ার কেনার সুযোগ পাবেন তাঁরা।

এ দিকে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার সামগ্রিক নিট মুনাফা ৬.৬% কমে হয়েছে ৩,৭৬৪.৩৪ কোটি টাকা। নিট বিক্রি ৬.৪% বেড়ে দাঁড়িয়েছে ১৮,৯৫৫.৭৫ কোটিতে। তবে একক ভাবে সংস্থার নিট মুনাফা প্রায় ৬০% কমে হয়েছে ৪৮৫.৪৭ কোটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Government Coal India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE