আগামী ২২ সেপ্টেম্বর থেকে দেশে চালু হতে চলেছে জিএসটি-র দু’টি হার। এতে বেশির ভাগ পণ্যে কর কমলেও, তা বাড়তে চলেছে অনলাইনে খাবার অ্যাপ, কুইক কমার্সের উপরে। ফলে ওই দিন থেকে মুঠো ফোনে অর্ডার দেওয়া খাবার বা পণ্য পৌঁছে দিতে বেশি টাকা নিতে পারে সংস্থাগুলি। সেটা সত্যি হলে উৎসবের মরসুমে সুইগি ইনস্টামার্ট, ব্লিঙ্কিট, জ়েপটো-র মতো অ্যাপে খাবার বা পণ্য কিনতে চাপ বাড়বে ক্রেতাদের পকেটে। তা চাপবে না অ্যামাজ়ন, ফ্লিপকার্টের মতো ই-কমার্স সংস্থার পরিষেবায়।
৩ সেপ্টেম্বর জিএসটি পরিষদের বৈঠকে খাবার পৌঁছনোর পরিষেবায় ১৮% করের সুপারিশ করা হয়েছে। এখনও পর্যন্ত এতে জিএসটি বসে না।কুইক কমার্স সংস্থাগুলি ডেলিভারি ও প্ল্যাটফর্ম চার্জ নেয়। রেস্তরাঁগুলি খাবারে ৫% কর চাপায়। নতুন হারচালু হলে ডেলিভারি চার্জে ১৮% কর নেওয়া হবে। খাবার সরবরাহকারী এক সংস্থার কর্তা জানান, তা ক্রেতাদেরই দিতে হবে। না হলে টান পড়বে ডেলিভারি পার্টনারদের আয়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)