Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জিএসটি থেকে আয় কমায় বাড়ল চিন্তা

অর্থ মন্ত্রকের যুক্তি, রাজস্ব কমেছে অধিকাংশ পণ্যে করের হার ছাঁটার দরুন। যা শুনে সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, ২০০টিরও বেশি পণ্যে কর কমার সিদ্ধান্ত লাগু হয়েছে ১৫ নভেম্বর থেকে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ০৩:৩৭
Share: Save:

রাজকোষের হাল নিয়ে উদ্বেগ আরও বাড়ল অর্থমন্ত্রী অরুণ জেটলির। অক্টোবরে জিএসটি থেকে সরকারের আয় কমে হল ৮৩,৩৪৬ কোটি টাকা। সেপ্টেম্বরে তা ছিল প্রায় ৯২,১৫০ কোটি।

অর্থ মন্ত্রকের যুক্তি, রাজস্ব কমেছে অধিকাংশ পণ্যে করের হার ছাঁটার দরুন। যা শুনে সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, ২০০টিরও বেশি পণ্যে কর কমার সিদ্ধান্ত লাগু হয়েছে ১৫ নভেম্বর থেকে। তা হলে নভেম্বর, ডিসেম্বরে কি আয় আরও কমবে?

মন্ত্রকের আর এক যুক্তি, আন্তঃ-রাজ্য পণ্য চলাচলে আইজিএসটি থেকে প্রথম তিন মাসে বাড়তি আয় ছিল। সে সব বাজারে বিক্রির পরে ফেরত যাচ্ছে, ফলে নতুন আয় কমেছে। তা ছাড়া এখন পুরোটাই স্বঘোষিত রিটার্নে চলছে। কেনা-বেচার হিসেব মেলানো, ই-ওয়ে বিল এখন স্থগিত।

দুশ্চিন্তা

মাস

আদায়*

জুলাই

৯৫,০০০

অগস্ট

৯১,০০০

সেপ্টেম্বর

৯২,১৫০

অক্টোবর

৮৩,৩৪৬

* কোটি টাকায়

জেটলির অবশ্য দাবি, এই তথ্য ২৭ নভেম্বর পর্যন্ত। ফলে অক্টোবরের আয় আরও ৫,০০০ কোটি বাড়তে পারে। কিন্তু সেটা হলেও, সেপ্টেম্বরের থেকে তা নীচেই থাকবে। বস্তুত, নর্থ ব্লকের চিন্তা, রাজ্যের আয় না-বাড়লে, কেন্দ্রের ভাগের রোজগারও বাড়বে না। আর বাজেটে বেঁধে দেওয়া রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ না-হলে বাড়বে রাজকোষ ঘাটতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST GST collection
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE