Advertisement
E-Paper

বছরে কোটি টাকা আয় করেন ক’জন ভারতীয়? দেশে ধনকুবেরদের সংখ্যা বৃদ্ধি নিয়ে সমীক্ষা রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

গত ছ’টি আর্থিক বছরে ভারতে হু হু করে বেড়েছে ধনকুবেরের সংখ্যা। বর্তমানে বাৎসরিক কোটি টাকা রোজগার করছেন ক’জন? ‘হুরুন ইন্ডিয়া’র সমীক্ষা রিপোর্টে মিলেছে সেই চাঞ্চল্যকর তথ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫২
Representative Picture

—প্রতীকী ছবি।

বছরে কোটি টাকা আয় করেন ক’জন ভারতীয়? এ বার সেই তথ্য প্রকাশ্যে আনল সমীক্ষক সংস্থা ‘হুরুন ইন্ডিয়া’। তাদের দাবি, গত ছ’টি আর্থিক বছরে বাৎসরিক কোটি টাকা আয় করা ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ। শুধু তা-ই নয়, এই অঙ্ক আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। কোটিপতির সংখ্যা বৃদ্ধিতে দেশের আর্থিক অবস্থা যে আরও চাঙ্গা হবে, তা বলাই বাহুল্য।

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ব্যক্তিগত আয়ের নিরিখে ‘মার্সিডিজ়-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েল্‌থ, ২০২৫’ শীর্ষক একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে ওই বেসরকারি সংস্থা। আয়কর (ইনকাম ট্যাক্স বা আইটি) রিটার্নের তথ্য উল্লেখ করে সেখানে বলা হয়েছে, ২০১৭-’১৮ মূল্যায়ন বছরে বাৎসরিক কোটি টাকা রোজগার করা ব্যক্তির সংখ্যা ছিল মাত্র ৮১ হাজার। ২০২৩-’২৪ মূল্যায়ন বছরে সেই সংখ্যা বেড়ে ২ লক্ষ ২৭ হাজারে পৌঁছে গিয়েছে।

অন্য দিকে গত বছর এই ইস্যুতে একটি গবেষণা রিপোর্টে বিস্ফোরক তথ্য দেয় ‘সেন্ট্রাল ইন্সস্টিটিউশনাল রিসার্চ’। তাদের দাবি, শেষ পাঁচ বছরে ১০ কোটি টাকা রোজগার করা ভারতীয়র সংখ্যা বেড়েছে ৬৩ শতাংশ। ২০২৪ সালে বাৎসরিক ১০ কোটি টাকা আয় করা ব্যক্তির সংখ্যা ছিল ৩১ হাজার ৮০০। এ ছাড়া সংশ্লিষ্ট রিপোর্টে বছরে ৫০ লক্ষ টাকা আয় করা ব্যক্তিদের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়েছিল।

গত বছর বাৎসরিক পাঁচ কোটি টাকা রোজগারের ভারতীয়র সংখ্যা ছিল ৫৮ হাজার ২০০। এতে বৃদ্ধির অঙ্ক ছিল ৪৯ শতাংশ। ২০১৯-’২৪ সালের মধ্যে ১০ কোটি টাকা রোজগার করা ধনকুবেরদের আয় বার্ষিক চক্রবৃদ্ধি হারে ১২১ শতাংশ বেড়েছে বলে জানা গিয়েছে। ফলে সেটা ৩৮ লক্ষ কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। বাৎসরিক পাঁচ কোটি টাকা আয়ের ব্যক্তিদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ছিল ১০৬ শতাংশ। ফলে তাঁদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ লক্ষ কোটি টাকা।

Indian Crorepati list Hurun India Wealth Report Income Tax
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy