Advertisement
E-Paper

১০ বছরের পুরনো হয়ে গেলেই কি বাতিল? কী বলছে প্যান কার্ড নিয়ে আয়কর দফতরের ১৯৬১-র আইন?

আয়কর রিটার্ন জমা দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড। কত বছর পর্যন্ত এটি ব্যবহার করতে পারেন করদাতা? এই নিয়ে আমজনতার মধ্যে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৭:৩৭
Representative Picture

প্রতীকী ছবি।

ভারতে করদাতাদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড। এটি ছাড়া আয়কর রিটার্ন জমা করতে পারবেন না কেউ। একটি প্যান কার্ড কত বছর সক্রিয় থাকবে, তা নিয়ে অনেকের মনে ধোঁয়াশা রয়েছে। কেউ কেউ মনে করেন ১০ বছরের মেয়াদে এটি ব্যবহার করতে দেয় আয়কর দফতর। যদিও দেশের আইন বলছে সম্পূর্ণ অন্য কথা।

প্যান অর্থাৎ ‘পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর’, যা করদাতাদের মধ্যে বিলি করে আয়কর দফতর। ১০ ডিজিটের ‘আলফানিউমেরিক’ নম্বরটি একটি কার্ডের উপর ছাপিয়ে তা সংশ্লিষ্ট করদাতাকে দেওয়া হয়। ইংরেজি বর্ণমালা এবং পাটিগণিতের নম্বর সহযোগে এটিকে তৈরি করে সরকার। সেই কারণে প্যান কার্ডের নম্বরকে বলা হয় ‘আলফানিউমেরিক’।

এখনও ১৯৬১ সালের আয়কর আইন মেনে প্যান কার্ড বিলি করে চলেছে কেন্দ্র। সেই নিয়মে কোনও ব্যক্তি সারা জীবনে এক বারই প্যান কার্ড পেতে পারেন। কখনওই এর নম্বর বদল বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা নেই। তবে গ্রাহক ইচ্ছা করলে তাঁর ব্যক্তিগত তথ্য, যেমন বাড়ির ঠিকানা বদল করতে পারেন। কিন্তু তার জন্য প্যান নম্বরে কোনও বদল ঘটবে না।

কোনও ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড পাওয়া গেলে তা আইনত দণ্ডনীয়। এর জন্য সর্বোচ্চ জরিমানা হতে পারে ১০ হাজার টাকা। প্যান কার্ডের আবেদন অনলাইনে করার সুবিধা হয়েছে। ফলে এ দেশের নাগরিকেরা ঘরে বসে এই আবেদন করতে পারেন। কার্ড বহন করার সমস্যা থাকলে ই-প্যান কার্ড ব্যবহারের সুবিধাও নিতে পারেন করদাতারা।

Permanent Account Number PAN card Income Tax Return
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy