ভিড় ট্রেনে উঠতে আর কার ভাল লাগে! ট্রেনে বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে যাওয়ার সময় যদি এমনটা করা যায় যে অচেনা কোনও সহযাত্রীই থাকবেন না বগিতে? কিংবা গোটা ট্রেনই যদি ভাড়া পাওয়া যায়? কেমন হয়! উপায় রয়েছে। ইন্ডিয়ার রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশেন (আইআরসিটিসি) সেই সুবিধা দেয় যাত্রীদের। যার মাধ্যমে গোটা বগি তো বটেই গোটা ট্রেনও কেউ ভাড়া নিতে পারেন।
রেলের এই পদ্ধতিকে বলা হয় ‘ফুল টারিফ রেট’ (এফটিআর)। আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই এফটিআর-এর সুবিধা নেওয়া যায়। যে কোনও ব্যক্তি চাইলে এসি ফার্স্ট ক্লাস, এসি টু টিয়ার, থ্রি টিয়ার, এসি চেয়ার কার, স্লিপার, এসি সেলুন কার দ্বিতীয় শ্রেণির বসার বগি গোটাটা ভাড়া নিতে পারেন।
তবে এটার জন্য আইআরসিটি-র সাধারণ ওয়েবসাইটে ((irctc.co.in) ) লগ ইন করা যাবে না। এর জন্য www.ftr.irctc.co.in-এ গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। এর পরে ট্রেন বা বগি গোটাটা বুক করা যাবে। কোন ট্রেন বা কোন শ্রেণির বগি নিতে চান তা জানালে একটি নতুন পাতা খুলে যাবে। সেখানে কোন রুটের কবে সফরের জন্য কতগুলি কোন শ্রেণির বগি লাগবে, বা গোটা ট্রেন চাই তা জানাতে হবে। এই ফর্ম পূরণ করার পরে জমা দিতে হবে ভাড়ার টাকা। রেল ওখানেই জানিয়ে দেবে কত ভাড়া দিতে হবে।