ভারতে পশ্চিমবঙ্গেই প্রথম দফতর খুলল লন্ডনের তথ্যপ্রযুক্তি সংস্থা রেডক। বৃহস্পতিবার সংস্থার কর্ণধার দীপল দত্ত জানান, আপাতত ২০ কোটি টাকায় সল্টলেক তথ্যপ্রযুক্তি তালুকে তা চালু হয়েছে। কর্মী প্রায় ২০০। তবে পরিকল্পনা আরও বড়। ২০২৬-এর মধ্যে রাজ্যে মোট ১০০ কোটি ঢালা হবে। কর্মসংস্থান হবে ১০০০ জনের। তিনি বলেন, ‘‘কলকাতার ছেলে আমি। তাই এই শহরে ফিরে আসাটা গুরুত্বপূর্ণ ছিল। দু’বছরে ধাপে ধাপে আরও ৮০ কোটি টাকা লগ্নি হবে।’’
গত নভেম্বরে রেডক অফিসারেরা একটি ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় আসেন। লগ্নির ঘোষণা হয় তখনই। দীপল জানান, সল্টলেকের ১২ হাজার বর্গফুট জায়গা থেকে ভারতে কাজ শুরু হয়েছে। রাজ্যের থেকে জমি এবং অন্যান্য সুবিধা পেলে প্রকল্প তৈরিতে আগ্রহী। সংস্থা মূলত, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইআরপি, সফটওয়্যারের কাজ করে। জমি নিয়ে এ দিনই রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের কাছে দরবার করেছেন দীপল। অনুষ্ঠানে বাবুল ছাড়াও ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং। বাবুল বলেন, “রাজ্য যে তথ্যপ্রযুক্তিতে এগোচ্ছে, তার প্রমাণ রেডক। লন্ডনের পরে কলকাতাকেই বেছেছে সংস্থা।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)